দিনাজপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বাশুরির মৃত্যু

শ্বাশুরি হত্যা
শ্বাশুরি হত্যা  © সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বাশুরি নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মেয়ের জামাই সামিয়েল মার্ডিকে (৩৮) আটক করেছে।

নিহত শ্বাশুরি বাহা বেসরা (৫৫) ওই গ্রামের মৃত বুদরা হাসদার স্ত্রী। অভিযুক্ত সামিয়েল মার্ডি একই ইউনিয়নের দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে। অন্যদিকে আহতরা হলেন—সামিয়েলের স্ত্রী মিনি হাসদা ও তাদের চাচাতো ভাই বিকাশ কিস্কু।

জানা যায়, সামিয়েল ও তার স্ত্রী মিনির মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহের কারণে গত মাসে মিনি বাবার বাড়িতে চলে যান। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার গভীর রাতে সামিয়েল শ্বশুরবাড়িতে গিয়ে ছুরি দিয়ে শ্বাশুরি বাহা বেসরাকে কুপিয়ে হত্যা করেন। 

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত সামিয়েলকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ সংবাদ