নিরাপদ সড়কের দাবিতে রংপুরে সড়ক অবরোধ

১৪ মে ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০২:১২ AM
সড়কে অবস্থান কর্মসূচি

সড়কে অবস্থান কর্মসূচি © টিডিসি ছবি

রংপুরের কাউনিয়ায় এসএসসি পরীক্ষার্থীসহ দু’দিনে ৫ জনের মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে রংপুর-কুড়িগ্রাম সড়ক চার লেনে উন্নীতকরণ, অবৈধ যান চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ডে রংপুর-কুড়িগ্রাম সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সেখানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন।

কাউনিয়া উপজেলা সচেতন নাগরিক ফোরামের (সনাফ) নেতা জালাল উদ্দিন ভূইয়া মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সনাফের আহ্বায়ক মমিন মিল্লাত, সদস্য নাজমুল হাসান নান্নু, রবিউল ইসলাম, মাইদুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ‘আমরা এক কঠিন সময় পার করছি। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, আর এতে হারাচ্ছি আমাদের প্রিয়জনদের। এই মৃত্যুর মিছিল আর কত দিন চলবে? কিছুদিন আগে আমাদের এলাকার সাত্তার ও তার পরিবারের তিন সদস্যের মধ্যে দুজন নিহত হয়েছে। মঙ্গলবারও একই গ্রামের আরেকটি পরিবারের তিনজন একসঙ্গে নিহত হয়।’ 

তারা বলেন, ‘এ দুর্ঘটনার পেছনে সবচেয়ে বড় কারণ হলো, রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক এখনো চার লেনে উন্নীত হয়নি। এই সড়কে অবৈধ যান চলাচল করে। সরু রাস্তার কারণে যান চলাচলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, আর এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আর কত?’ বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। তা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

এদিকে অবরোধ কর্মসূচি চলাকালে উপস্থিত হয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক বলেন, ‘আপনাদের দাবিসমূহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে। তারা কথা দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যে দাবিগুলো পূরণ করবেন। দাবিসমূহ মেনে নেওয়া না হলে আমিও আপনাদের দাবির সাথে একাত্মতা জানিয়ে শামিল হব।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকাল ৯টার দিকে স্ত্রী রুবিনা, দুই বছর বয়সী সন্তান রহমত ও এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফসানা আক্তার স্নেহাকে নিয়ে মোটরসাইকেল যোগে উপজেলা সদরে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন মীরবাগ বাজারের লন্ড্রি ব্যবসায়ী আশরাফুল। জুম্মারপাড় কৃষি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পড়ে গেলে তিন আরোহী রাস্তার ওপরে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস রাস্তায় থাকা মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক আশরাফুল। 

পরে স্থানীয় লোকজন এসে আশরাফুলকে আহত অবস্থায় এবং বাকি তিনজনের মরদেহ উদ্ধার করেন। এর আগে রবিবার গভীর রাতে মীরবাগ বুড়াইল ব্রিজে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইন
  • ১৪ জানুয়ারি ২০২৬
অধ্যাদেশ জারি না হলে সায়েন্সল্যাব মোড় ছাড়বেন না সাত কলেজের…
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিএনপির অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ যে পাঁচ প্রার্থীর মনোনয়ন বা…
  • ১৪ জানুয়ারি ২০২৬
ভারতীয় ক্রিকেট বোর্ড বাঁধা না দিলে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ…
  • ১৪ জানুয়ারি ২০২৬
সরছেন না নুরের প্রতিদ্বন্দ্বী মামুন, তারেক রহমানকে জানিয়েছি…
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিদ্যালয়ে বছরে সর্বনিম্ন ৪ থেকে সর্বোচ্চ ১২ বার পরিদর্শন, …
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9