রাষ্ট্রহীন আট মাসের গর্ভবতী সোনালি বিবি
আট মাসের গর্ভবতী সোনালি বিবি এখন রাষ্ট্রহীন। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বসবাস করা সোনালি বিবিকে (২৯), দিল্লি থেকে তার স্বামী এবং আট বছরের সন্তানের সাথে আটক করে ভারতীয় পুলিশ। পরে অবৈধ বাংলাদেশী অভিবাসী সন্দেহে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ 'অবৈধ অনুপ্রবেশকারী' বলে তাদেরকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, সোনালি বিবি, তার ছেলে এবং স্বামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গের আরেকটি পরিবার, সুইটি বিবি (৩২), এবং তার ৬ ও ১৬ বছর বয়সী দুই ছেলেকেও ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
- other-world
- ২৩ আগস্ট ২০২৫ ২০:১৫