ওসমান হাদির মৃত্যু

চার ঘণ্টা ধরে শাহবাগ অবরুদ্ধ করে রেখেছে ছাত্র জনতা  

১৯ ডিসেম্বর ২০২৫, ০২:১২ AM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ AM
রাজধানীর শাহবাগে ছাত্র-জনতা

রাজধানীর শাহবাগে ছাত্র-জনতা © সংগৃহীত

আততায়ীর গুলিতে আহত হয়ে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ অবরোধ ৪ ঘন্টা ধরে অবরুদ্ধ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে শুরু করে তারা। এসময় তরা "লীগ ধর জেলে ভর", "তুমি কে আমি কে- হাদি হাদি", "আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না", "আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে" ইত্যাদি স্লোগান দেয়।

এসময় জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, "অবশ্যই আমরা দেশ নিয়ে কথা বলব। প্রথম আলো নিয়ে আমাদের সমালোচনা ও বিরোধিতা আছে—এই কথাগুলো আমরা সবসময় বলেছি এবং ভবিষ্যতেও বলে যাব। আমাদের আদর্শকে ধারণ করে এমন প্রতিষ্ঠান দিয়েই আমরা এসব অপতৎপরতার মোকাবিলা করব।

তিনি আরও বলেন, "আজ যখন শরিফ ওসমান হাদি শহীদের মৃত্যু ঘিরে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হওয়ার কথা, তখন পরিকল্পিতভাবে দেশকে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপনের অপচেষ্টা চলছে। মিডিয়ায় আগুন লাগানো হচ্ছে, উসকানিমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে, হটকারিতা তৈরি করা হচ্ছে।"

নাহিদ আরও বলেন, "এগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে করা হচ্ছে, যেন আমরা আন্দোলন গড়ে তুলতে না পারি। আমরা সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানাই। যে জায়গা থেকেই হোক, আমরা এই আন্দোলন চালিয়ে যাব—সামাজিকভাবে, গণতান্ত্রিকভাবে এবং শান্তিপূর্ণভাবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।আমরা লক্ষ্য করছি, যারা আগুন লাগাচ্ছে তারাই আন্দোলনবিরোধী অবস্থান নিচ্ছে। বিভিন্ন জায়গা থেকে সাংবাদিকদের ওপর হামলার খবর পাচ্ছি। সাংবাদিকরা এখনো ঝুঁকির মধ্যে আছেন। আমরা সরকার ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানাচ্ছি—দ্রুততার সঙ্গে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান।"

এছাড়া তিনি আরও বলেন, ‘আমরা  যেকোনো সমালোচনা গণতান্ত্রিক উপায়ে প্রকাশ করব এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করব। একই সঙ্গে সকল রাজনৈতিক দল ও জাতিবিরোধী রাজনৈতিক পক্ষকে বলছি—দায়িত্বশীল জায়গা থেকে কথা বলতে হবে, সঠিক দিকনির্দেশনা দিতে হবে। মিডিয়া প্রতিষ্ঠানে হামলার ঘটনার প্রকাশ্য নিন্দা জানাতে হবে এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে।’

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9