দেশে আবারও ভারতীয় চাল আমদানি, কমতে পারে দাম

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

দীর্ঘ চার মাসের বিরতির পর আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে, যা দেশের অস্থিতিশীল চালবাজারে স্বস্তি ফেরাতে পারে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত থেকে শনিবার (২৩ আগস্ট) সকাল পর্যন্ত ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল দিয়ে দেশে প্রবেশ করেছে প্রথম চালান। এতে ৯টি ট্রাকে করে মোট ৩১৫ মেট্রিক টন মোটা চাল এসেছে।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজি মুসা করিম অ্যান্ড সন্সের মালিক আব্দুস সামাদ জানান, তাদের ট্রাকগুলো কয়েকদিন ধরে পেট্রাপোলে আটকে ছিল, অবশেষে এগুলো দেশে প্রবেশ করেছে। তিনি জানান, আরও কয়েকটি ট্রাক এখনো সীমান্তে অপেক্ষমাণ রয়েছে এবং দ্রুত ছাড়পত্র পেলে দেশে চালের সরবরাহ আরও বাড়বে।

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, চালের নমুনা পরীক্ষা ও ছাড়পত্র প্রদানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে পণ্য দ্রুত বাজারে পৌঁছাতে পারে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল। এরপর প্রথমবারের মতো চাল প্রবেশ করায় বাজারে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বন্দর পরিচালক শামীম হোসেন বলেন, বেনাপোল বন্দরে দ্রুত ছাড়প্রক্রিয়া সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বাজারে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

ব্যবসায়ীদের মতে, খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর কয়েকটি প্রতিষ্ঠান নতুন এলসি খুলেছে, যার ফলে আরও চালান আসতে শুরু করেছে। রোববার থেকে আরও চাল আসার কথা রয়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে চাল আমদানিতে বড় ধরনের বৃদ্ধি লক্ষ্য করা গেছে। সরকারি তথ্য অনুযায়ী, গত অর্থবছরে যেখানে চাল আমদানি হয়েছিল মাত্র ২৫.৪ মিলিয়ন মার্কিন ডলারের, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৬৮২.৪ মিলিয়ন ডলারে—যা প্রায় ২,৫৮৪ শতাংশ বৃদ্ধি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!