এইচএসসির আগেই যুক্তরাষ্ট্রের ৬ বিশ্ববিদ্যালয়ের অফার লেটার পেলেন মাহাদি, জেনে নিন নেপথ্যের গল্প
এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন মাহাদি ইব্রাহিম। অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও আত্মপ্রত্যয়ী এই শিক্ষার্থী স্কুলজীবন থেকেই একটি স্বপ্ন বুকে ধারণ করে বড় হয়েছেন—উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে। সে লক্ষ্যে নিয়েছেন নিবিড় প্রস্তুতি, দেখিয়েছেন দুর্দান্ত অধ্যবসায়। এইচএসসি পরীক্ষার ফল এখনো প্রকাশিত হয়নি, তার আগেই মাহাদি পেয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ছয়টি বিশ্ববিদ্যালয়ের অফার লেটার। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের ‘Presidential Merit Scholarship’। এই স্কলারশিপ নিয়ে তিনি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়টির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হয়েছেন। মাহাদির এই অর্জনের পেছনে রয়েছে একান্ত সাধনা, সঠিক দিকনির্দেশনা, পরিবারের নিঃস্বার্থ সহযোগিতা এবং ভবিষ্যতের প্রতি দৃঢ় অঙ্গীকার। তার এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, অন্য তরুণদের জন্যও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সাক্ষাৎকারে উঠে এসেছে মাহাদির সেই স্বপ্নপূরণের যাত্রা—যা হয়ত আরও অনেক স্বপ্নবান তরুণের পথ দেখাবে।
- success-story
- ২৭ জুন ২০২৫ ২০:১০