ঢাবির কবি জসিম উদ্দিন হলে শিক্ষার্থীদের উদ্যোগে মেডিকেল বক্স স্থাপন

শিক্ষার্থীদের উদ্যোগে মেডিকেল বক্স স্থাপন
শিক্ষার্থীদের উদ্যোগে মেডিকেল বক্স স্থাপন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলের কয়েকজন শিক্ষার্থীদের উদ্যোগে হলে মেডিকেল বক্স স্থাপন করা হয়। শুক্রবার (২৭ জুন) এ উদ্যোগ নেয়া হয়।

উদ্যোক্তাদের মধ্যে ছিলেন উসমান গনি, মোহাম্মদ হিজবুল্লাহ, সাইফুদ্দিন আহমেদ, কামরুল ইসলাম, রুকন উদ্দিন, ইশতিয়াক আহমেদ সহ আরও অনেকেই।

প্রাথমিক চিকিৎসা বক্সে পাওয়া যাবে বিভিন্ন ধরনের জরুরি ঔষধ, স্যালাইন, ওয়ান টাইম ব্যান্ডেজ, তুলা, হেক্সিসল, জ্বর মাপার থার্মোমিটার, ব্লাড প্রেশার মাপার মেশিন, পালস অক্সিমিটার সহ প্রাথমিক চিকিৎসার অন্যান্য সরঞ্জাম।

15ae4fca-8f40-4456-9906-86d2dab68d1b

এই ব্যাপারে উদ্যোক্তাদের মধ্যে ওসমান গনি বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে হলে প্রায়ই শিক্ষার্থীরা নিয়মিত অসুস্থ হয়ে পড়ছেন। গত দুইদিন আগে সাকিব নামের একজন ছাত্র হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এর পূর্বেও সজিব নামের আরেকজন ছোট ভাই অসুস্থ হয়ে পড়লে আমি মেডিকেলে নিয়ে যাই। তখন চিন্তা করি, মেডিকেল বা ফার্মেসি যেহেতু একটু দূরে; এমতাবস্থায় আমাদের হলে ফার্স্ট এইড বক্স বা মেডিসিন কর্নার স্থাপন করা যায় কিনা। 

তিনি আরও বলেন, তখন আমি কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে এই উদ্যোগ গ্রহণ করি। প্রভোস্ট স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি হল প্রশাসনকে জানালে প্রশাসন অনুমতি দেয়। আমাদের উদ্যোগে স্থাপিত মেডিসিন বক্স থেকে হলের যেকোনো শিক্ষার্থী সেবা নিতে পারবেন। আমি দ্রুত কোন একটা মেডিসিন কোম্পানির সাথে কথা বলব, যাতে মেডিসিন সরবরাহ অব্যাহত থাকে।


সর্বশেষ সংবাদ