নিকডু জার্নাল ও শিক্ষক সমিতির গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন

২২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ PM
নিকডু জার্নাল ও শিক্ষক সমিতির গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন

নিকডু জার্নাল ও শিক্ষক সমিতির গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন © সংগৃহীত

জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট (নিকডু) শিক্ষক সমিতির গঠনতন্ত্র ও জার্নালের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় নিকডু অডিটোরিয়ামে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। একই সঙ্গে সদ্য পাসকৃত পোস্টগ্রাজুয়েশন প্রশিক্ষণার্থী ও প্রমোশনপ্রাপ্ত চিকিৎসকদের সম্বর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জানুয়ারি ও জুলাই সেশনের দুটি জার্নালের মোড়ক উন্মোচিত হয়েছে। আর উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত  ২০ জন এবং পদোন্নতিপ্রাপ্ত ৪২ জন চিকিৎসক সংবর্ধনা পেয়েছেন।

কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে শুরু হয়ে অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ডা. মশিউর আরেফিন রুবেল। সঞ্চালনায় ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. শাহরিয়ার মো. কবির হাসান (পল্লব)। এতে স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ডা. শাহ নেওয়াজ দেওয়ান।

অনুষ্ঠানে হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. আলফা সানি বলেন, সবাইকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। হাসপাতালকে এগিয়ে নিয়ে যাওয়া সকলের দায়িত্ব কর্তব্য। আমরা সবাই মিলে হাসপাতালের চিকিৎসা সেবা এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, শিক্ষক প্রতি আমার আহ্বান— আপনাদের এই নতুন নেতৃত্বের মধ্য দিয়ে শিক্ষক সমিতি তাদের কাজ আরও দৃঢ়তার সাথে পরিচালনা করবে বলে আমি বিশ্বাস করি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মশিউর আরেফিন রুবেল বলেন, ভবিষ্যতে নিকডু একটি আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্রে পরিণিত হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে নিকডু অতি দ্রুত সেন্টার অব এক্সিলেন্সিতে পরিণত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো শওকত আলম, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. আ ন ম এহসানুল করিম, ট্রান্সপ্লান্ট ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফজল নাসের, শিশু ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. ফয়সাল ইসলাম, শিশু নেফ্রোলজি বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. কবির আলম, অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. তানভীর আলম, রেডিওলজি বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. তাহমিনা ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোরশেদ আলম প্রমুখ।

এ সময় হাসপাতালটির উপ-পরিচালক ডা. মো. হাসিবুর রহমান, সহকারী পরিচালক ডা. মাসুদ পারভেজ, আবাসিক সার্জন ডা. সানাউল্লাহ সানু, ডা. শেখ আমিরুল ইসলাম, আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ রানা কবির, ডা. রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, নিকডু হাসপাতালে প্রতিনিয়ত ৬টি অপারেশন থিয়েটারে শৈলচিকিৎসা প্রদান হয়ে আসছে। ইতোমধ্যে ৪৪টি কিডনি প্রতিস্থাপন সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। গত এক মাসেই প্রতিস্থাপন হয়েছে পাঁচটি কিডনি। এ ছাড়া বহিঃবিভাগে প্রতিনিয়ত প্রায় দেড় সহস্রাধিক রোগী  নিয়মিত চিকিৎসা নিচ্ছে।

রাঙ্গামাটির ওয়াটারফ্রন্ট রিসোর্টে প্রাইম ইউনিভার্সিটির বার্…
  • ১৩ জানুয়ারি ২০২৬
এমবিবিএস-বিডিএস ভর্তি, ইচ্ছামত ‘ফি’ হাঁকাচ্ছে মেডিকেল কলেজ
  • ১৩ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএস প্রিলিমিনারি: পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ …
  • ১৩ জানুয়ারি ২০২৬
একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও টাকা কোথা থেকে আসবে বলছে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির ৫ জরুরি নির্দেশনা
  • ১৩ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে নানা…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9