হলে প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা করবে ঢাবি প্রশাসন, মাদক সেবনে বহিষ্কার

স্যার এ এফ রহমান হল
স্যার এ এফ রহমান হল  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলে প্রকাশ্যে ধূমপান করলে ২০০ টাকা জরিমানা এবং ইয়াবা, গাঁজা বা অন্য কোনো মাদক সেবনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন হলটির প্রাধ্যক্ষ ড. কাজী মাহফুজুল হক (সুপণ)। আজ শুক্রবার (২৭ জুন) জুমার নামাজের পর হল মসজিদে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন তিনি।

প্রাধ্যক্ষ বলেন, ‘যদি কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগের প্রমাণ মেলে, তবে তার অভিভাবকের উপস্থিতিতে তাকে হল থেকে বহিষ্কার করা হবে। আর কেউ প্রকাশ্যে ধূমপান করলে প্রচলিত আইনে ২০০ টাকা জরিমানা করা হবে।’

তিনি বলেন, ‘তোমরা একাত্তর দেখোনি কিন্তু আমরা যারা ৯০-এর জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছি, জানি এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ। আমরা যারা ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে বাংলাদেশে এক নতুন পর্বের সূচনা করেছি, তাদের কাছে জুলাই যেরকম গুরুত্বপূর্ণ তেমনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের কাছেও একাত্তর সমান গুরুত্বপূর্ণ।’

শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তোমাদের ধন্যবাদ যে, তোমরা কোনো ধরনের মব সৃষ্টির সঙ্গে জড়িত না। বিগত সময়ে যেমন সাইকেল চোরকে ধরিয়ে দিয়েছিলে- আমি তাকে হল থেকে বের করে দিয়েছি। তেমনি তোমরা আমাকে অবগত করেছো বলেই আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক (সুপণ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক। এ ছাড়াও সদ্য প্রকাশিত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে। গঠিত পাঁচ সদস্যের এ কমিটির চার সহযোগী তদন্ত কর্মকর্তার মধ্যে তিনি একজন।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence