রাবির কলা অনুষদে শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ

২৭ জুন ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৯:০০ PM
রাবি, লোগো

রাবি, লোগো © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগসংক্রান্ত নতুন নীতিমালা ও একটি নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে কলা অনুষদভুক্ত সকল বিভাগের শিক্ষক নিয়োগ স্থগিত করেন হাইকোর্ট বিভাগ। এ আদেশের বিরুদ্ধে আপিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

গত ২৫ জুনে শুনানি শেষে হাইকোর্টের দেওয়া এ আদেশকে স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের মহামান্য চেম্বার জজ। ফলে কলা অনুষদভুক্ত বিভাগগুলোতে শিক্ষক নিয়োগে আর কোনো বাধা থাকবে না।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের প্রশাসক অধ্যাপক আব্দুর রহিম মিয়া বলেন, গত ২ জুন হাইকোর্ট বিভাগ কলা অনুষদের শিক্ষক নিয়োগ ৬ মাসের জন্য স্থগিত থাকবে বলে আদেশ দেয়। এটি আমরা ১৫ তারিখে জানতে পারি। জানার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আপিল করি। ২৫ তারিখে এই মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশ স্থগিত করে দেয় আপিল বিভাগ। 

তিনি আরও বলেন, আপিল বিভাগের এই আদেশের ফলে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের নিয়োগ প্রক্রিয়া চলমান রাখতে কোনো বাধা থাকল না। এখন মামলার শুনানি চলতে থাকবে, অপরদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ কার্যক্রম চলতে থাকবে। আপিলের মেরিট দেখেই খুশি হয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে এবং আরও কিছু আদেশ দিয়েছে যা আমরা এখনো পাইনি।

এর আগে, বুলবুল রহমান নামের উর্দু বিভাগের ২০১৩-১৪ সেশনের এক শিক্ষার্থী হাইকোর্টে রিট পিটিশন (নং ৮৮৩৭/২০২৫) দায়ের করে অভিযোগ করেন। তিনি রাবি শাখা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক। রিট পিটিশনে তিনি উল্লেখ করেন, এ বছরের ১৫ এপ্রিল প্রকাশিত ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, পদোন্নয়ন ও পদায়ন নীতিমালা, ২০২৫’ এবং এর ভিত্তিতে ৩০ এপ্রিলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং ০১/২০২৫-এর শর্ত নং-১ তাকে আবেদন করতে বাধা দিচ্ছে। যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ২০২১ সালে প্রকাশিত ন্যূনতম যোগ্যতার গাইডলাইন লঙ্ঘন করছে।

গত ২ জুন বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি সিকদার মাহমুদুর রাজি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রিটের শুনানি শেষে কলা অনুষদভুক্ত সকল বিভাগের শিক্ষক নিয়োগ স্থগিত করেন। এর বিরুদ্ধে আপিল করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আপিলের মেরিট দেখে হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। 

ছাত্র আন্দোলনে উত্তাল ইউরোপের এক দেশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
নোয়াখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনে প্রচারণার সময় বাড়াল কমিশন
  • ১৮ জানুয়ারি ২০২৬
‘৭১ ছিল স্বাধীনতা অর্জনের, ২৪ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার’
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফিলিং স্টেশনের কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যায় গ্রেপ্তার স…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সাবেক আ.লীগ মন্ত্রী লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9