পবিপ্রবির নির্মাণাধীন ভবনে মাদক ও অসামাজিক সামগ্রী, আটক ১
- পবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৫:৩৪ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৯:০০ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অসামাজিক কার্যকলাপের আলামত উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। এ সময় মো. শামীম নামে এক নির্মাণ শ্রমিককে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান।
জানা গেছে, আটক হওয়া নির্মাণশ্রমিক মো. শামীম পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার বাসিন্দা। তাকে আটকের পর শুক্রবার (২৭ জুন) সকালে সাইট ম্যানেজার ও অন্যান্য শ্রমিকদের উপস্থিতিতে শামীমের কক্ষে পুনরায় তল্লাশি চালানো হয়। এ সময় গাঁজা, ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম, যৌনশক্তি বর্ধক ওষুধসহ বিভিন্ন মাদক ও অসামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়।
অভিযানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পাশাপাশি নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া, আনসার সদস্য, নিরাপত্তা কর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই চক্রকে ধরার চেষ্টা করছিলাম। অবশেষে আমরা তাদের একজনকে আটক করতে সক্ষম হয়েছি। আমরা আশাবাদী, ধাপে ধাপে পুরো চক্রটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারব।’
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদক নির্মূলের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে। তাদের এই উদ্যোগে আমরা সবসময় পাশে আছি। অভিযুক্ত ব্যক্তির বিষয়ে প্রশাসন যে আইনানুগ পদক্ষেপ নিতে চাইবে, আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান জানান, ‘আটককৃত ব্যক্তিকে আপাতত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়। পবিপ্রবিতে মাদকের কোনো জায়গা নেই এবং কখনোই থাকবে না।’