গুগল পে যেভাবে কাজ করে

গুগল পে
গুগল পে  © সংগৃহীত

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। সেবা চালু করেছে সিটি ব্যাংক, যার প্রযুক্তিগত সহায়তায় রয়েছে গুগল, মাস্টারকার্ড ও ভিসা। প্রাথমিকভাবে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল ওয়ালেটে তাদের কার্ড যুক্ত করে এই সেবা ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্যান্য ব্যাংকের গ্রাহকদের জন্যও সেবা উন্মুক্ত করা হবে।

গুগল পে কীভাবে কাজ করে?

গুগল পে ব্যবহারের জন্য আপনার স্মার্টফোনে গুগল পে অ্যাপ ইন্সটল থাকতে হবে। এরপর কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই আপনি ডিজিটাল লেনদেন শুরু করতে পারবেন:

১. অ্যাপ চালু করে আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করুন।
২. এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা ক্রেডিট/ডেবিট কার্ড যুক্ত করুন।
৩. নিরাপত্তার জন্য একটি পিন বা বায়োমেট্রিক অথেনটিকেশন সেট করুন।
৪. সবকিছু ঠিকঠাক হলে আপনি কিউআর (QR) কোড স্ক্যান করে বা ফোন নম্বর ব্যবহার করে টাকা পাঠাতে ও পেতে পারবেন।

আরও পড়ুন: চ্যাটজিপিটিকে যে প্রশ্নগুলো করলে পড়তে পারেন বিপদে!

গুগল পে ব্যবহারের সুবিধা

*সহজ ও ঝামেলাহীন লেনদেন: ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই, খুচরা টাকার ঝামেলাও নেই।

*তাৎক্ষণিক অর্থ স্থানান্তর: কয়েক সেকেন্ডেই টাকা পাঠানো বা গ্রহণ করা সম্ভব।

*ইউটিলিটি বিল পরিশোধ: বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট বিল কিংবা মোবাইল রিচার্জ—সবকিছু করা যাবে এক অ্যাপে।

*ব্যবসার জন্য উপযোগী: ছোট-বড় সব দোকানদার QR কোড সেটআপ করে সহজে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন।

*টাকা হারানোর ভয় নেই: ক্যাশ বহনের ঝুঁকি নেই, ছিনতাই বা হারানোর সম্ভাবনাও কমে যায়।

*ক্যাশব্যাক ও রিওয়ার্ড: নির্দিষ্ট লেনদেনের ওপর গুগল পে ক্যাশব্যাক বা রিওয়ার্ড পয়েন্টও দিতে পারে, যা পরবর্তীতে বিভিন্ন সুবিধায় ব্যবহারযোগ্য।


সর্বশেষ সংবাদ