আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি: শিবির সভাপতি

২৭ জুন ২০২৫, ০৮:০৫ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০১:০৩ AM
মো. জাহিদুল ইসলাম

মো. জাহিদুল ইসলাম © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলামের ছাত্রত্ব ও বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার ছাত্রত্ব থাকে কীভাবে?

তবে এমন বক্তব্যের ‍সমালোচনা করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, এ ধরনের কথাবার্তা রাজনীতিতে নোংরামির পরিবেশ তৈরি করে। 

দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে শিবির সভাপতি বলেন, ‘আমরা যদি এসব বিষয় নিয়েই ব্যস্ত থাকি, তাহলে সুস্থ ধারার রাজনীতির প্রত্যাবর্তন কীভাবে সম্ভব? দেশের রাজনীতিতে সুদিন ফিরিয়ে আনতে হলে আমাদের এসব বিতর্কিত মন্তব্য এড়িয়ে চলা উচিত।’

আরও পড়ুন: ছাত্রশিবির সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল সভাপতি

ছাত্রত্ব বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। এটি আমার তৃতীয় মাস্টার্স ডিগ্রি। এর আগে আমি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেছি।’

এর আগে গতকাল বৃহস্পতিবার বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির ছাত্রলীগ করার প্রমাণ আমাদের কাছে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সরাসরি ছাত্রলীগের কমিটিতে ছিল। বর্তমানে ছাত্রশিবির ছাত্রলীগের পুনর্বাসন করতে চেষ্টা করছে। ভবিষ্যতে এমন করা হলে আমরা মেনে নেব না।

এদিকে এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম এবং কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬