মেয়র হওয়া কি হলো না ইশরাকের?
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপস যেদিন চেয়ারে বসেছিলেন সেই তারিখ অনুযায়ী রবিবার (১ জুন) পাঁচ বছর পূর্ণ হলো। ফলে মেয়র পদে গেজেট পেলেও মেয়াদ শেষ হলো বিএনপি নেতা ইশরাক হোসেনের। কেননা, যে গেজেটের অধীনে তাকে মেয়র পদে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি), সেই গেজেট অনুসারে ডিএসসিসির মেয়াদ আজ শেষ। এ দফায় মেয়র হওয়া হলো না বিএনপির এই তরুণ নেতার।
- government
- ০১ জুন ২০২৫ ২২:১২