গাজীপুর-২ আসন: ধানের শীষকে বিজয়ী করতে ৭ মনোনয়নপ্রত্যাশী এক মঞ্চে

গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে একই দলের সাতজন মনোনয়নপ্রত্যাশী এক মঞ্চে
গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে একই দলের সাতজন মনোনয়নপ্রত্যাশী এক মঞ্চে  © টিডিসি

গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে একই দলের সাতজন মনোনয়নপ্রত্যাশী এক মঞ্চে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। সব ধরনের ভেদাভেদ ভুলে ‘অদৃশ্য শক্তির’ মোকাবেলা করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার ঘোষণা দেন তারা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে টঙ্গীর মধুমিতা রোডসংলগ্ন টঙ্গী কনভেনশন হলে আয়োজিত এক নির্বাচনী প্রাক-প্রস্তুতি সভা থেকে এ আহ্বান জানানো হয়।

সভায় বিএনপির মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির সমর্থনে এক মঞ্চে ওঠা মনোনয়নপ্রত্যাশীরা হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।

বক্তারা বলেন, ‘আমরা সবাই ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন— সবাই ধানের শীষের পক্ষে কাজ করবেন। আমরা বিএনপি করি, আমাদের একমাত্র প্রতীক ধানের শীষ।’

তারা বলেন, আগামী নির্বাচনে একটি অদৃশ্য শক্তির মোকাবেলায় সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। একই সঙ্গে যেসব বিএনপি নেতা এখনো ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে মাঠে নামেননি, তাদের আগামী দুই দিনের মধ্যে দলের পক্ষে মাঠে নামার আহ্বান জানান বক্তারা।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান নূর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ড. মোহাম্মদ শহীদুজ্জামান, সাবেক সহসভাপতি আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, সাবেক যুগ্ম আহ্বায়ক আ ক ম মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হাসান আজমল ভূইয়া, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শফিউদ্দিন শফি।

এ ছাড়া সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য আবুল হাশেম, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম ও সদস্যসচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হালিম মোল্লা, মহানগর কৃষক দলের সভাপতি আতাউর রহমান, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাশেম এবং মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা।

সভায় টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা, সদর মেট্রো থানা ও পুবাইল থানা (একাংশ) বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence