ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ভর্তি পরীক্ষা ২৭ জুন, বিজ্ঞপ্তি প্রকাশ

০১ জুন ২০২৫, ১১:১৪ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ১২:২৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), ঢাকা ও রাজশাহী এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কিত কোর্সগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি সংক্রান্ত নির্দেশনা ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির জন্য শিক্ষার্থীদেরকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস পাঠানোর পাশাপাশি অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা সহজেই তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৩ জুন পর্যন্ত। আগামী ২৭ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আইএইচটি, ঢাকায় বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরী) কোর্সসহ বিভিন্ন কোর্সে আসন সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে। এছাড়া আইএইচটি, রাজশাহী এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকায়ও বিভিন্ন কোর্সের জন্য আসন বরাদ্দ রয়েছে। এই সুযোগ দেশের শিক্ষার্থীদের স্বাস্থ্যখাতে পেশাগত দক্ষতা অর্জনে সাহায্য করবে এবং দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরুর তারিখ: ২৮ মে সকাল ১০টা

আবেদন গ্রহণের শেষ তারিখ: ১৩ জুন সকাল ১১টা ৫৯ মিনিট

ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড: ২৩ থেকে ২৫ জুন  রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত

ভর্তি পরীক্ষার তারিখ: ২৭ জুন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত

বিজ্ঞপ্তিতে আরও জানায়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য ভর্তি পরীক্ষার শর্তাবলি, শিক্ষার্থীদের যোগ্যতা, কোর্সসমূহের আসন বিভাজন, আসন সংরক্ষণ, ভর্তি ফরম পূরণের নিয়মাবলি ও অন্যান্য বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট (www.mefwd.gov.bd), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd), স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://dgme.teletalk.com.bd) থেকে জানা যাবে। এছাড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), ঢাকা ও রাজশাহী এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকার অফিস থেকেও ভর্তি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, আবেদন আগামীকালের মধ্যেই

ডিপ্লোমা পাশকৃত পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট বিষয়ের বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সে আবেদন করতে পারবেন। তাদেরকে ২৬ মে থেকে ১ জুন পর্যন্ত এসএসসি পরীক্ষার মার্কশিট, ডিপ্লোমা পাশের চূড়ান্তপর্বের মার্কশিট এবং ডিপ্লোমা সনদের সত্যায়িত কপি পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবর জমা দিতে হবে। এরপর ২ জুন থেকে ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইডি নম্বর গ্রহণ করতে হবে। আইডি নম্বর না নিলে ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।

যারা ২০২২, ২০২৩ এবং ২০২৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) বা সমমানের (বিজ্ঞান) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবেন। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা যে কোনো একটি অনুষদে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ফরম পূরণের সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নির্দেশনা ভালোভাবে পড়ে সতর্কতার সঙ্গে ফরম পূরণ করতে হবে। পরীক্ষা ফি হিসেবে ১৫০০ টাকা প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন এবং ফলাফল চূড়ান্তকরণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। প্রার্থীর দেওয়া তথ্য অসম্পূর্ণ বা ভুল প্রমাণিত হলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর, পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা থেকে ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য পাওয়া যাবে। প্রয়োজনে ফোন নম্বর ৪৮৮১১২০০ এবং ই-মেইল medicaledu313@gmail.com এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
কাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9