খুবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের এমওইউ: জাপানে ফুল ফান্ডেড মাস্টার্স ও পিএইচডির সুযোগ

১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ PM
ইউনিভার্সিটি অব ইয়ামানাশির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর হানাওয়া মাসানোরিকে খুবির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম

ইউনিভার্সিটি অব ইয়ামানাশির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর হানাওয়া মাসানোরিকে খুবির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। জাপানের স্বনামধন্য ইউনিভার্সিটি অব ইয়ামানাশিতে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও গবেষণার সুযোগ পাচ্ছেন খুবির শিক্ষার্থীরা। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (MEXT) বিশেষ স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে ২০২৬ সালের অক্টোবর ইনটেকে এ সুযোগ দেওয়া হচ্ছে।

এই কর্মসূচির আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ অর্থায়নে অধ্যয়নের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

এ উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে একটি ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, জাপানের মতো প্রযুক্তি ও গবেষণায় অগ্রসর দেশের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ খুবি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি এই উদ্যোগের সূচনাকারী খুবির ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. শামীম আহসানকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীরা এ সুযোগ কাজে লাগিয়ে দেশ ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ব্রিফিং সেশনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইয়ামানাশির ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন) প্রফেসর হানাওয়া মাসানোরি। তিনি প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, গবেষণার সুযোগ, স্কলারশিপ সুবিধা এবং জাপানে শিক্ষাজীবনের সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ইয়ামানাশির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর হানাওয়া মাসানোরিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। সেশনের শুরুতে স্বাগত বক্তব্য দেন দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান।

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9