খুবিতে অ্যালামনাইদের প্রতি ‘উদাসীনতা ও অপেশাদার আচরণ’ প্রশাসনের, পুনর্মিলনী স্থগিত

০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ PM
খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ)

খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) © সংগৃহীত

খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) আয়োজিত “কুআ পুনর্মিলনী-২০২৫” অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠানের দিনেই খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় কুআ এটিকে তাদের প্রতি ‘অপেশাদার আচরণ ও উদাসীনতা’ বলে উল্লেখ করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে কুআ সভাপতি এ জেড এম আনোয়ারুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় এক বছর ধরে পুনর্মিলনীর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ২৬ ডিসেম্বর তারিখটি আগে থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল এবং উপাচার্য মৌখিক সম্মতিও দিয়েছিলেন। গত ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি প্রদান করে। এ ছাড়া গত ১৫ নভেম্বর উপাচার্যের বাসভবনে সাক্ষাৎ করে কুআ অনুরোধ জানায় এদিন অন্য কোনো কর্মসূচি বা ভর্তি পরীক্ষা না রাখতে। তখনো উপাচার্য তাদের আশ্বস্ত করেছিলেন বলে দাবি সংগঠনের।

কুআ জানিয়েছে, গত ১ ডিসেম্বর তারা জানতে পারে যে একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর পরীক্ষার কেন্দ্র পরিবর্তন বা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে ৩ ও ৭ ডিসেম্বর উপাচার্যের কাছে দুইটি চিঠি পাঠালেও কোনো লিখিত জবাব পাওয়া যায়নি।

সংগঠনটি জানায়, পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি, ওয়ারফেজ, লালনসহ শিল্পীদের সঙ্গে কনসার্ট চুক্তি, বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম মিলে ১৫ লাখ টাকার বেশি ব্যয় হয়ে গেছে। বিদেশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অ্যালামনাইয়েরাও ২৬ ডিসেম্বর তারিখ ধরে ব্যক্তিগত ভ্রমণসূচি নির্ধারণ করেছিলেন।

কুআর সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাস কে জানান, আমরা ১ বছর ধরে প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছি।  শেষ সময়ে এসে প্রশাসনের অপেশাদারি আচরনের কারণে প্রোগ্রাম স্থগিত করা হয়েছে।  আমরা একাধিকবার প্রশাসনের সাথে যোগাযোগ করেছি কিন্তু প্রশাসন আমাদের কোনো সহায়তা করেনি। প্রশাসনের কথা আর কাজে ঠিক নেই৷ সেজন্য তাদের মৌখিক কথায় আমরা বিশ্বাস করতে পারছি না। আপাতত স্থগিত করা হয়েছে, রিইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের বাহিরে কোথাও হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত বলেন, প্রোগ্রামের অনুমতি তো এখন পর্যন্ত বহাল ছিলো কিন্তু তারা তো প্রোগ্রাম স্থগিত করল। এ বিষয়ে প্রশাসন পেশাদারি আচরণ করেছে, তাদের ডেকেছিল কিন্তু তারা আসেনি।  বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা দুপুরে হবে এতে রিইউনিয়ন প্রোগ্রামে কোনো ঝামেলা হতোনা।

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের ৩ জনের নাম…
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাবি ক্যাম্পাসে প্রায় ১৫০০ কম্বল বিতরণ শিবিরের
  • ১০ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঢাবিতে ছাত্রদলের শীতবস্ত…
  • ১০ জানুয়ারি ২০২৬
টেকনাফে জেলেদের জালে ধরা পড়ল ১০৯ মন ছুরি মাছ, বিক্রি ১০ লাখে
  • ১০ জানুয়ারি ২০২৬
ছাত্রদলে যোগ দিলেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্…
  • ১০ জানুয়ারি ২০২৬
মঙ্গলবারের মধ্যে আইসিসির সিদ্ধান্ত পাওয়ার আশা বিসিবির
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9