খুবির সেই হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ

বিজয়-২৪ হল
বিজয়-২৪ হল  © টিডিসি সম্পাদিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয়-২৪ হলের বর্তমান প্রোভোস্টের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, প্রশাসনিক অনিয়ম ও শিক্ষার্থীদের মানসিকভাবে হেয় করার মতো গুরুতর অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ ১৭ নভেম্বর তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। 

শিক্ষার্থীরা বলেন, হল কর্তৃপক্ষের দায়িত্ব নিরাপদ, ন্যায়সংগত ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা। কিন্তু বাস্তবে তারা উল্টো আতঙ্ক, ভীতি ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রভোস্টের আচরণ শিক্ষার্থীদের মনে অযথা চাপ তৈরি করছে বলে তাদের অভিযোগ।

লিখিত আবেদনে শিক্ষার্থীরা যেসব অভিযোগ করেছেন- ফেসবুক পোস্টে প্রতিক্রিয়ার কারণে নোটিশ, জরিমানা ও সিট বাতিলের হুমকি, উপস্থিতি ইস্যুতে আগাম নোটিশ ছাড়াই মানসিক চাপ ও ভয় দেখানো, কোনো লিখিত নোটিশ ছাড়াই জরিমানা ও অফিসে হেনস্তা, প্রতিনিধি নির্বাচনে স্বজনপ্রীতি ও শিক্ষার্থীদের প্রতি অপমানজনক আচরণ, অতিথি থাকার অভিযোগে নোটিশ ছাড়াই সিট বাতিলের চেষ্টা, ভাইবার সময় পোশাক নিয়ে অপমানজনক মন্তব্য, সিট খালি থাকলেও যোগ্য শিক্ষার্থীদের সিট না দেওয়া, নোটিশ ছাড়া রুমে ডেকে অপমান ও মানসিক হেনস্তা।

এছাড়াও অভিযোগপত্রে ভাইভা দিতে যাওয়া শিক্ষার্থীদের পোশাক-পরিচ্ছদ দেখে প্রোভোস্ট ‘অন্যের হক নষ্ট করবে’ বলে মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। শিক্ষার্থীদের দাবি, এ ধরনের মন্তব্য অপমানজনক এবং মানসিকভাবে আঘাত দেয়।

ঘটনার প্রতিক্রিয়ায় ৩য় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাফরিন হিয়া বলেন, ‘শিক্ষার্থীদের সাথে এমন স্বৈরাচারমূলক আচরণ একজন হলের প্রভোস্টের থেকে আমরা আশা করি না। আমরা অবিলম্বে এই ঘটনার সঠিক সমাধান চাই। আশা করি প্রশাসন দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেবে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. সাঈদা রেহানা বলেন, ‘আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রবিষয়ক পরিচালক ড. মো. তারেক বিন সালাম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। পরিচালক স্যার ছুটিতে আছেন। তিনি ফিরলে আমরা তদন্ত কমিটি গঠনসহ পরবর্তী পদক্ষেপ নেব।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence