এবার সা’দত কলেজে যোগদান করতে না দেওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

নাদিরা ইয়াসমিন
নাদিরা ইয়াসমিন  © টিডিসি সম্পাদিত

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিতর্কিত শিক্ষক নাদিরা ইয়াসমিনকে এবার টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে যোগদান করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। বদলির আদেশ বাতিলের দাবিতে তারা কাল সোমবার (২ জুন) থেকে গণপ্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন। একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে টাঙ্গাইল জেলা ছাত্রশিবির।

আজ রোববার (১ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে নাদিরা ইয়াসমিনকে সা’দত কলেজে বদলি করা হয়। এরপরই কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক শিক্ষার্থী তাকে ‘ইসলামবিরোধী’ ও ‘ধর্ম অবমাননাকারী’ আখ্যায়িত করে কলেজে ঢুকতে না দেওয়ার ডাক দেন।

আরও পড়ুন: নাদিরা যোগদান ইস্যুতে একাট্টা ছাত্রদল-শিবির, একই চাওয়া কলেজ প্রশাসনের

ফেসবুক ভিডিওতে কলেজটির শিক্ষার্থী আবদুল্লাহ হিল কাফি বলেন, ধর্ম অবমাননার অভিযোগে ওএসডি হওয়া শিক্ষক নাদিরা ইয়াসমিনকে এখন আমাদের কলেজে পাঠানো হয়েছে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি—এই শিক্ষককে সা’দত কলেজে আমরা গ্রহণ করবো না। আগামীকাল অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেবো এবং প্রয়োজনে জেলা প্রশাসকের কাছে গিয়ে আমাদের দাবি জানাবো।

তিনি আরও বলেন, যদি ৪ জুন তিনি কলেজে যোগদানের চেষ্টা করেন, তাহলে তার পরিণতির দায়ভার শিক্ষার্থীরা নেবে না। আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি পালন করবো।

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টাঙ্গাইল জেলা সভাপতি মাজহারুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বিতর্কিত শিক্ষক নাদিরা ইয়াসমিনকে সা’দত কলেজে আমরা মেনে নেব না। তাই ছাত্রশিবিরের পক্ষ থেকে আগামীকাল (সোমবার) মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন: সেই নাদিরা ইয়াসমিনকে এবার সা’দত কলেজে বদলি

তিনি আরও জানান, মানববন্ধনের পাশাপাশি কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপিও প্রদান করা হবে, যাতে করে বিতর্কিত এই শিক্ষককে কলেজে যোগদান করতে না দেওয়া হয়।

এর আগে গত ২৫ মে, ধর্ম অবমাননার অভিযোগে তাকে নরসিংদী সরকারি কলেজ থেকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করে শিক্ষা মন্ত্রণালয়। তবে সেই বদলির আদেশ কার্যকর হওয়ার আগেই আবার নতুন আদেশে টাঙ্গাইলে বদলি করা হয়।

হেফাজতে ইসলামের দাবিকৃত অভিযোগ বলা হয়— নাদিরা ইয়াসমিন নাকি ইসলামবিরোধী মন্তব্য করেছেন এবং কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ নিয়ে নরসিংদীতে বিক্ষোভ-মিছিল হয় এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও জমা পড়ে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence