বিশ্বের সেরা সায়েন্স টিম হিসেবে স্বীকৃত ইউআইইউ মার্স রোভার

ইউআইইউ মার্স রোভার টিম
ইউআইইউ মার্স রোভার টিম  © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) ‘ইউআইইউ মার্স রোভার টিম’ মার্স সোসাইটি আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৫ প্রতিযোগিতায় টানা চতুর্থবারের মতো এশিয়ায় প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছে। একইসঙ্গে বিশ্বব্যাপী ৩৮টি প্রতিযোগী দলের মধ্যে ৬ষ্ঠ স্থান এবং ‘সায়েন্স মিশন’এ পূর্ণ ১০০ স্কোর পেয়ে সেরা বিজ্ঞান দলের পুরস্কার অর্জন করেছে যা এশিয়ার কোনো দলের প্রথমবারের মতো অর্জিত সম্মান।

প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড ২৮ থেকে ৩১ মে ২০২৫ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা স্টেটের হ্যাঙ্কসভিলে অবস্থিত বিখ্যাত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হয়। ‘ইউআইইউ মার্স রোভার টিম’ ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালের ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগীতায় এশিয়ায় ১ম হয়েছিলো। 

তিন দিনের চূড়ান্ত রাউন্ডে নিজেদের তৈরি রোভারের ক্ষমতা এবং অপারেশন দক্ষতা প্রদর্শন করে অংশগ্রহণকারী দলগুলো। এ জন্য রোভারগুলোকে অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা এবং ইকুইপমেন্ট সার্ভিসিং এই চারটি মিশন সফলতার সঙ্গে অতিক্রম করতে হয়েছে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চিলি, মেক্সিকো এবং তুরস্কসহ প্রায় ১৫টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বিতা করে ‘ইউআইইউ মার্স রোভার দল’।

দলটির তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যলয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক মো: আবিদ। এই প্রকল্পের টিম লিডার ছিলেন ইউআইউ’র ইইই বিভাগের শিক্ষার্থী মোঃ মুশফিকুর রহমান । অন্যান্য হলেন, মেকানিক্যাল সাব টিমে মোঃ সিয়াম বিন রশীদ, ইলেকট্রিক্যাল সাব টিমে গাজী তাওসিফ তুরাবি, সফটওয়্যার সাব টিমে আহমেদ জেবাইল সৌখিন, কমিউনিকেশন সাব টিমে মোঃ ইফতে ফয়সাল এবং সায়েন্স সাব টিমে সাইফ আল সাদ নেতৃত্ব দিয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence