কনসার্টে শেকৃবি ছাত্রলীগ নেত্রীকে মারধর

২৪ ডিসেম্বর ২০২১, ১১:৩৯ PM
কনসার্টে শেকৃবি ছাত্রলীগ নেত্রীকে মারধর

কনসার্টে শেকৃবি ছাত্রলীগ নেত্রীকে মারধর © টিডিসি ফটো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অনুষদের ৭৫ ব্যাচের র‌্যাগ-ডে উপলক্ষে অনুষ্ঠিত কনসার্টে চেয়ারে বসাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জিনাত আরা জেরিন নিজ দলের নেতানেত্রীদের দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন।

ঘটনার পর ভুক্তভোগী জেরিন অসুস্থ হলে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার রাতের এ ঘটনায় অভিযুক্তরা অভিযোগটিকে বানোয়াট ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন: মুরগি না দেওয়ায় দোকানিকে মারধর, অভিযোগ ২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

শুক্রবার বিকাল ৪টায় ছাত্রলীগ নেত্রীকে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মানববন্ধনস্থলে অভিযোগকারী ও অভিযুক্ত উভয়পক্ষের উপস্থিতিতে মানববন্ধন হয়নি। একই সময়ে ছাত্রীদের আবাসিক হলগুলো এক ঘণ্টা বন্ধ করে রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: সেফটি বাসে তিতুমীর কলেজের চার শিক্ষার্থীকে মারধর

অভিযোগ সম্পর্কে জেরিন বলেন, গতকাল র‌্যাগ-ডে কনসার্ট চলাকালে কনসার্টস্থলে আয়েশা আক্তার আঁখি ম্যাডাম আসলে তার বসার জন্য আমি কৃষকরত্ন শেখ হাসিনা হলের সভাপতি সাবেরী আনোয়ারকে তার চেয়ারটা দিতে বলি। চেয়ার চাওয়াতে সে আমার ওপর রাগান্বিত হয়। আমি তার কাছে দুঃখ প্রকাশ করে চলে আসি।

আরও পড়ুন: ছাত্রী হলের সামনে অনৈতিক কর্মকাণ্ড, দেখে ফেলায় যুবককে মারধর

তিনি বলেন, কিছুক্ষণ পর সাবেরী, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি আসিফা আক্তার জামিয়া, শেরেবাংলা হলের সভাপতি উজ্জ্বল হোসেন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ-সম্পাদক আকাইদ আলী, সাংগঠনিক সম্পাদক রেদোয়ানুর রহমান ও আসাদুজ্জামান রিদওয়ান এসে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং সাবেরী ও উজ্জ্বল আমাকে মারধর করেন। তারা আমাকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ কৃষকরত্ন শেখ হাসিনা হলে এসে সাবেরী এবং জেরিনের মধ্যে বিষয়টি সমাধান করার চেষ্টা করলেও জেরিন প্রশাসনের কাছে এর বিচার চায় বলে প্রক্টরকে সাফ জানিয়ে দেন। এ সময় প্রক্টর তাকে লিখিত অভিযোগ দিতে বলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ গণমাধ্যমকে জানান, লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, জেরিনের অভিযোগের বিষয়ে অভিযুক্ত সবার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করে বলেন, তার সঙ্গে এ ধরনের কোনো আচরণ করা হয়নি, জাস্ট হলের সভাপতিকে কেন চেয়ার থেকে উঠিয়ে দেওয়া হয়েছে তার কারণ জানতে চাওয়া হয়। বরং সেই উল্টো আমাদের সঙ্গে খারাপ আচরণ করে।

এ বিষয়ে মূল অভিযুক্ত শাখা ছাত্রলীগের কৃষকরত্ন শেখ হাসিনা হল সভাপতি সাবেরী আনোয়ার বলেন, এটা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং পূর্বপরিকল্পিত একটি ঘটনা।

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি সংলগ্ন মেসে অপ্রীতিকর অবস্থায় দুই সমকামী শিক্ষার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২০ জানুয়ারি ২০২৬
চিরকুট লিখে ২৩ দিনের শিশুকে হাসপাতালে রেখে পালালেন মা, অতঃপ…
  • ২০ জানুয়ারি ২০২৬
জাইমা রহমান: চমকপ্রদ সূচনার মতোই বহমান হোক আগামীর পথচলা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9