ছাত্রী হলের সামনে অনৈতিক কর্মকাণ্ড, দেখে ফেলায় যুবককে মারধর

১৮ ডিসেম্বর ২০২১, ১১:৫৯ AM
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক)

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) © টিডিসি ফটো

রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ছাত্রী হলের সামনে প্রেমিক-প্রেমিকার অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় ফুডপান্ডার এক ডেলিভারি বয়কে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তার নাম সেলিম রানা।

আহত ডেলিভারি বয় সেলিম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে সে এখন সম্পূর্ন সুস্থ্য আছে, বলে জানিয়েছেন তার চিকিৎসা করা ডাক্তার।

আরও পড়ুন: আপত্তিকর ছবি ধারণ করে স্কুলছাত্রীকে ব্ল্যাকমেইল

গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের পোলিন ছাত্রী হোস্টেলের গলির সামনে তাকে পিটিয়ে আহত করা হয়। কে বা কারা সেলিমকে মারধর করেছে তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। তবে সেলিমের ধারণা, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাকে মারধর করেছেন।

আরও পড়ুন: চবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের দুপক্ষে সংঘর্ষ

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজের পোলিন ছাত্রী হোস্টেল থেকে এক শিক্ষার্থী খাবার অর্ডার করেন। সেই অনুসারে খাবার নিয়ে ডেলিভারির জন্য আমি হোস্টেলের গলির সমানে গিয়ে উপস্থিত হই। হোস্টেলের সামনে লাইট না থাকায় জায়গাটা অন্ধকার ছিল। সেখানে দুই তরুণ-তরুণী অনৈতিক কাজে লিপ্ত। তাদের পাহারা দিচ্ছিলেন আরও দুইজন তরুণ। তিনি তাদের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় আমাকে তারা বেধড়ক পিটিয়ে আহত করা হয়।

সেলিম আরও বলেন, ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছি।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিয়ে যা বলছেন বোর্ড চেয়ারম্যান

এ ব্যাপারে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ওই ডেলিভারি বয় হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬