বাকৃবির পশুপালন অনুষদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

২৯ জুলাই ২০২৫, ০৫:৪৭ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৮:৪৯ PM
অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ

অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

প্রাণিসম্পদ খাতের সমতা ও কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের ডিনের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

উপাচার্য বিদেশে থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা প্রাণী চিকিৎসা ও প্রাণী উৎপাদন—দুই ক্ষেত্রেই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করতে কম্বাইন্ড (বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি) ডিগ্রি চালুর দাবি জানান।

এর আগে দুপুরে অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেট, গুরুত্বপূর্ণ সড়ক হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে থামে। পরে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 এরপর আবার মিছিলটি ভেটেরিনারি অনুষদের করিডর প্রদক্ষিণ করে পুনরায় পশুপালন অনুষদের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে একটি স্মারকলিপি অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন কাছে প্রদান করা হয়।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, তফসিলে আরও যা আছে

স্মারকলিপিতে শিক্ষার্থীদের দাবি, দেশে বর্তমানে ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রিকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হচ্ছে সাতটি বিশ্ববিদ্যালয়ে। সেখানে একটি মাত্র ডিগ্রিতে প্রাণী চিকিৎসা ও উৎপাদনসংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকায় গ্র্যাজুয়েটরা সরকারি ও বেসরকারি পর্যায়ে সব ধরনের পদের জন্য আবেদন করতে পারছেন। অথচ বাকৃবিতে এখনো দুটি অনুষদ পৃথকভাবে থাকায় অ্যানিমেল হাজবেন্ড্রি গ্র্যাজুয়েটরা নিয়োগ বিজ্ঞপ্তিতে অবহেলিত হচ্ছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ অনুযায়ী কম্বাইন্ড ডিগ্রিধারীদের প্র্যাকটিসের স্বীকৃতি থাকলেও অ্যানিমেল হাজবেন্ড্রি গ্র্যাজুয়েটদের ক্ষেত্র একেবারেই সংকুচিত করে দেওয়া হয়েছে। এমনকি বেসরকারি খাতেও বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধু ডিভিএম বা কম্বাইন্ড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিচ্ছে।

স্মারকলিপিতে তারা বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি, ডেইরি, নিউট্রিশন ও জেনেটিক্স ডিপার্টমেন্টের লেকচারার পদে অ্যানিমেল হাজবেন্ড্রি বাদ দিয়ে ডিভিএম ও কম্বাইন্ডদের উল্লেখ্য করে সার্কুলার দেওয়া হচ্ছে। অথচ ওই সাবজেক্টগুলো অ্যানিমেল হাজবেন্ড্রির কোর সাবজেক্ট। এমনকি ভেটেরিনারি কাউন্সিল আইনেও ভেটেরিনারির সংজ্ঞাতে উৎপাদন সংশ্লিষ্ট সব বিষয় প্রবেশ করিয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি গ্র্যাজুয়েটদের কর্মপরিধি একদম সংকুচিত করা হয়েছে। আমরা শিক্ষা নিচ্ছি দেশের প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ কোর বিষয়ের ওপর, অথচ বাস্তবে আমাদের কোনো স্বীকৃতি নেই। আমাদের সিনিয়ররাও চরম হতাশা ও পেশাগত অনিশ্চয়তায় ভুগছেন।’

শিক্ষার্থীরা দাবি করেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন ও জাতীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ নিশ্চিত করতে হলে অ্যানিমেল হাজবেন্ড্রি ও ভেটেরিনারি সায়েন্সের সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন কম্বাইন্ড ডিগ্রি চালু করা সময়ের দাবি।

আরও পড়ুন: শেখ মুজিব ও তার পরিবারের নামে থাকা ৪ কলেজ ২১ ভবনের নাম পরিবর্তন

স্মারকলিপি গ্রহণের বিষয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, ‘আমরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের বক্তব্য স্পষ্ট যে অ্যানিমেল হাজবেন্ড্রি ফ্যাকাল্টিটি ৬৪ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং ফ্যাকাল্টিটা কম্বাইন্ড করার বিষয়ে এখন পর্যন্ত আমরা শিক্ষকরা একমত নন। উপাচার্য স্যার বিদেশ থেকে এলে আমাদের ডাকলে আমরা সেভাবে আলোচনা করব।’ 

স্মারকলিপি গ্রহণ করে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির স্মারক লিপিটি হাতে পেয়েছি। এখানে দুই অনুষদের সমঝোতার বিষয় রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছুটি শেষে দেশে এসে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।’

উল্লেখ্য, গতকাল সোমবার থেকে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনের মাধ্যমে তাদের দাবির পক্ষে আন্দোলন শুরু করেন। আজ দ্বিতীয় দিনেও তারা ক্লাস বর্জন করে কর্মসূচি পালন করেন।

 রাবির ‘সি’ ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
পুরো পৃথিবীতেই সরকার গণভোটের পক্ষ নেয়: শফিকুল আলম
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচি…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
কেন জোট হল না— যা বলছে ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9