বাকৃবির স্নাতকের শিক্ষার্থীদের জন্য চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতে ভর্তির সুযোগপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালটির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির জন্য সশরীরে বাকৃবিতে উপস্থিত হওয়ার পূর্বে ওয়েবসাইটে https://bau.edu.bd/ug_admission পিন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য প্রদান এবং JPG Format এ স্বাক্ষর আপলোড করতে হবে। আপলোড শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে ভর্তি ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, মেডিকেল ফর্ম, পে স্লিপ তৈরি হবে যা ডাউনলোড করে এ ফোর সাইজের অফসেট পেপারে প্রিন্ট করতে হবে এবং ভর্তির দিন জমা দিতে হবে।

আগামী ২৬, ২৭ ও ২৮ মে ২০২৫ তারিখের মধ্যে যে কোন দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত স্থান সমূহে সশরীরে উপস্থিত থেকে ভর্তির কাজ সম্পন্ন করতে হব।

এছাড়াও ব্লাড গ্রুপিং করে রিপোর্ট প্রদান করতে হবে প্রশাসন ভবন সংলগ্ন আমতলায়, স্বাস্থ্য পরীক্ষা করে মেডিক্যাল ফরমে স্বাক্ষর প্রদান করতে হবে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে, নিজ নিজ ডিন এবং পরিচালক থেকে মূল কাগজপত্র যাচাই করে ভর্তি ফরমে স্বাক্ষর প্রদান করে নিতে হবে সংশ্লিষ্ট ডিন এবং ইনস্টিটিউট অফিস থেকে, টিএসসি কনফারেন্স হলে লটারির মাধ্যমে হল বণ্টন করা হবে ও তারপর প্রক্টর ভর্তি ফরমে স্বাক্ষর প্রদান করবেন। এরপর শিক্ষা বিষয়ক শাখা মূল কাগজপত্র গ্রহণের পর রেজিস্ট্রার ভর্তি ফরমে স্বাক্ষর প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে, তারপর সেখানেই ডাউনলোডকৃত পে-স্লিপ গ্রহণ করে অর্ধেক অংশ ফেরত দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পূবালী ব্যাংক থেকে ছাত্র-ছাত্রীদেরকে অ্যাকাউন্ট খোলার ফরম প্রদান করা হবে এবং তা সংগ্রহ করে সঞ্চয়ী হিসাব খোলার ব্যবস্থা করতে হবে।

ভর্তির সময় প্রার্থীদেরকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সাথে আনতে হবে, ভর্তি ফর্মে ডিন, প্রক্টর, প্রভোস্ট এর স্বাক্ষর নিতে হবে। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্থাপিত অনুষদ ভিত্তিক নির্ধারিত বুথে ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিক্যাল ফরম, এসএসসি-র মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল প্রশংসাপত্র, এইচএসসির এর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল প্রশংসাপত্র এবং এক কপি পাসপোর্ট সাইজের ফটো দিয়ে ভর্তি ফরমে রেজিস্ট্রার মহোদয়ের স্বাক্ষর গ্রহণ করতে হবে।

তাছাড়া সংরক্ষিত আসনের জন্য মুক্তিযোদ্ধার সন্তান কোটার প্রার্থীদেরকে পিতা-মাতার অনুকূলে সরকার কর্তৃক স্বীকৃত মুক্তিযোদ্ধার সনদপত্র ভর্তির সময় দেখাতে হবে এবং এর সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/পার্বত্য অঞ্চলের অ-উপজাতি কোটার প্রার্থীদের স্ব-স্ব জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত জেলার স্থায়ী বাসিন্দা সম্পর্কিত প্রত্যয়নপত্রের মূল কপি জমা দিতে হবে এবং প্রতিবন্ধী কোটার প্রার্থীদের প্রতিবন্ধী সংক্রান্ত প্রমানপত্রের ফটোকপি জমা দিতে হবে।

পূবালী ব্যাংক, বিশ্ববিদ্যালয় চত্বর শাখায় সঞ্চয়ী হিসাব খোলার জন্য প্রার্থীর ২ (দুই) কপি এবং নমিনির ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ফটো, সাথে প্রার্থীর এবং নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে। তবে প্রার্থীর জাতীয় পরিচয় পত্র না থাকলে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং জন্ম সনদের ফটোকপি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাকৃবিতে ভর্তি ও আনুষঙ্গিক ফি মোট ৬ হাজার ২১৪ টাকা। যেহেতু প্রার্থীরা অনলাইনে ১০ হাজার টাকা প্রদান করেছে, তাই তাদেরকে পুনরায় কোনো নগদ অর্থ প্রদান করতে হবে না। অনলাইনে জমা দেওয়া টাকার মধ্যে থেকে ৬ হাজার ২১৪ টাকা কর্তন করে অবশিষ্ট টাকা পরবর্তীতে শিক্ষার্থীদের পূবালী ব্যাংকে খোলা অ্যাকাউন্টে ফেরত প্রদান করা হবে।

ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ