ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার চেয়ে বাকৃবি ছাত্রদলের বিক্ষোভ

১৪ মে ২০২৫, ০৫:২১ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০২:৫৩ PM
বাকৃবিতে ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

বাকৃবিতে ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

ঢাকা‌ বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের (ঢা‌বি) শিক্ষার্থী শাহ‌রিয়ার আলম সা‌ম্যের হত‌্যাকারী‌দের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শা‌স্তির দা‌বি‌তে বি‌ক্ষোভ মি‌ছিল ও প্রতিবাদ সমা‌বেশ করে‌ছেন বাংলা‌দেশ কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যাল‌য় (বাকৃ‌বি) শাখার ছাত্রদ‌লের নেতাকর্মীরা। 

আজ বুধবার (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে টিএসসিতে এসে শেষ হয়। এরপর সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ সংগঠনের অন্য নেতারা। এ সময় ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বাকৃবি ছাত্রদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম বলেন, ‘সাম্যর হত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে আমরা তা প্রত্যাখ্যান করব। এর আগেও পারভেজ নামের এক ছাত্রদল কর্মীকে হত্যা করা হয়েছিল, কিন্তু এখনো তার বিচার হয়নি। এ বিচারহীনতার সংস্কৃতি চলতে দেওয়া যায় না। দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় আমরা দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন: ঢাবিতে বৃহস্পতিবার শোক দিবস ঘোষণা, অর্ধবেলা ক্লাস-পরীক্ষা বন্ধ

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন। ঢাবির উপাচার্য গতকাল ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে যে আচরণ করেছেন, তা কোনোভাবেই শিক্ষকের মতো আচরণ ছিল না। আমরা তার পদত্যাগ দাবি করছি। সেই সঙ্গে সাম্য হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।’

উল্লেখ্য, শাহরিয়ার আলম সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। গতকাল তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।

গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত আব্দুল…
  • ০২ জানুয়ারি ২০২৬
মৃত ভোটারের স্বাক্ষর থাকায় স্বতন্ত্রসহ তিন প্রার্থীর মনোনয়ন…
  • ০২ জানুয়ারি ২০২৬
গ্রহণযোগ্য নির্বাচনে আ. লীগের অংশ নেওয়া-না নেওয়ার মূল্য গুর…
  • ০২ জানুয়ারি ২০২৬
পেশায় ‘প্রকাশক’ জোনায়েদ সাকির সম্পদের পরিমাণ প্রায় অর্ধকোট…
  • ০২ জানুয়ারি ২০২৬
টিএসসিতে ছাত্রদলের মিলাদ মাহফিল শুরু
  • ০২ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের আগুনঝরা বোলিংয়ে দাঁড়াতেই পারল না ঢাকা ক্যাপিটালস
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!