বিইউপি লোগো © সংগৃহীত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এমফিল ও পিএইচডি প্রোগ্রামে (২০২৬–২৭) শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ (সিএইচএসআর) এর অধীনে এসব প্রোগ্রামে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি ২০২৬ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১২ মার্চ ২০২৬। প্রাথমিক বাছাই শেষে ভাইভার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা ৯ এপ্রিল ২০২৬ তারিখে বিইউপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আরও বলা হয়েছে, ভাইভা অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল থেকে ১৪ মে ২০২৬ পর্যন্ত। ভাইভায় অংশগ্রহণের সময় প্রার্থীদের ১০ মিনিটের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নিজ নিজ গবেষণা প্রস্তাব উপস্থাপন করতে হবে। প্রতিটি প্রার্থীর ভাইভা-ভোসের মোট সময়সীমা সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।
চূড়ান্ত ফলাফল ও ভর্তিসংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ করা হবে ২১ মে ২০২৬। নির্বাচিত প্রার্থীদের ভর্তি ও রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে ৭ জুন থেকে ১৮ জুন ২০২৬ তারিখের মধ্যে। এমফিল ও পিএইচডি প্রোগ্রামের কোর্সওয়ার্ক ক্লাস শুরু হবে ২৪ জুলাই ২০২৬।
ভর্তি যোগ্যতা, আবেদন পদ্ধতি ও বিস্তারিত নির্দেশনার জন্য আগ্রহী প্রার্থীদের বিইউপির ভর্তি বিষয়ক ওয়েবসাইটের নির্দিষ্ট লিংক (admission.bup.edu.bd) ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে এ বিজ্ঞপ্তিতে উল্লিখিত যেকোনো তথ্য বা নির্দেশনা বাতিল কিংবা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও জানানো হয়েছে।