বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের লোগো © সংগৃহীত ও সম্পাদিত
২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সব অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২০ জানুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিইউপির সকল অনুষদের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২০ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হবে।
এর আগে, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের পরীক্ষা ৯ জানুয়ারি, আর্টস ও সোশ্যাল সায়েন্সের ১০ জানুয়ারি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়।