চুয়েটের লোগো © টিডিসি ফটো
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল ১৭ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের পরীক্ষায় ১২টি বিভাগের মোট ৯৩১টি আসনের বিপরীতে লড়াই করবেন যোগ্য তালিকায় স্থান পাওয়া মেধাবী শিক্ষার্থীরা।
পরিসংখ্যান অনুযায়ী, প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ১৫ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত ৬ জানুয়ারি ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য যোগ্য প্রার্থীদের নামের আলাদা তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি।
এবারের ভর্তি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ এবং এর সাথে স্থাপত্য বিভাগ যুক্ত হয়ে ‘খ’ গ্রুপ গঠিত হয়েছে। পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর বহুনির্বাচনী পদ্ধতি অনুসরণ করা হবে। ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের পরীক্ষা হবে। অন্যদিকে ‘খ’ গ্রুপের শিক্ষার্থীদের ৫০০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার পাশাপাশি স্থাপত্য বিভাগের জন্য অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কনসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
উল্লেখ্য, উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পঠিত চার বিষয়ের গ্রেড পয়েন্টের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে প্রথম ১৬ হাজার যোগ্য প্রার্থীকে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯৩১টি আসনের মধ্যে ১১টি আসন সংরক্ষিত রয়েছে। যার মধ্যে রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১০টি আসন বরাদ্দ আছে। গত বছরের ১৫ ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয়েছিল ৩১ ডিসেম্বরে। এরপর গত ১২ জানুয়ারি থেকে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ পেয়েছেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাবতীয় নিয়মাবলি অনুসরণের জন্য চুয়েটের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভর্তি নির্দেশিকা ২০২৫-২৬ ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকালকের এই ভর্তি পরীক্ষার ফল বা চূড়ান্ত মেধাতালিকা আগামী ৩১ জানুয়ারি (শনিবার) প্রকাশিত হওয়ার কথা রয়েছে।