চুয়েট লোগো © সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এবার মোট ১৩ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। যেখানে আসন সংখ্যা ৯৩১টি অর্থাৎ আসনপ্রতি গড়ে প্রায় ১৫ জন ভর্তিচ্ছুর লড়বেন।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের বৃহস্পতিবার বিকালের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এবার ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ হাজার ৯৪৩ জন। যাদের মধ্যে ‘ক’ গ্রুপে ১৩ হাজার ৯২ জন এবং ‘খ’ গ্রুপে ৮৫০ জন পরীক্ষায় অংশ নেবেন।
জানা গেছে, এবার আসন সংখ্যা ৯৩১টি। এরমধ্যে সাধারণ আসন ৯২০টি এবং বিভিন্ন নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসন ১১টি।
এর মধ্যে ছাত্র ১১ হাজার ৮৪ জন এবং ছাত্রী ২ হাজার ৮৫৮ জন। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এরপর ‘খ’ গ্রুপের জন্য অংকন পরীক্ষা বেলা ১২টা ৪৫ মিনিটে শুরু হয়ে চলবে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত।
শনিবারের পরীক্ষায় চুয়েট কেন্দ্রে ৮ হাজার ৫০০ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এছাড়া দুটি উপ-কেন্দ্র থাকছে। এরমধ্যে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১ হাজার ৩৬৫ জন এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৪ হাজার ৭৭ জন ভর্তি পরীক্ষায় বসবেন।