সালতামামি ২০২৫: চুয়েটে আন্দোলন ও শাসনের প্রশ্নে এক বছর

০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ AM
চুয়েট

চুয়েট © সংগৃহীত

সময়ের আবর্তনে ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে আরও একটি বছর।  বিভিন্ন অর্জন, উদ্ভাবন কিংবা ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাজনীতি সব মিলিয়ে নানা আলোচনা সমালোচনায় ছিল এই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। প্রাপ্তি আর সীমাবদ্ধতার দ্বৈরথে কেমন কাটল বিশ্ববিদ্যালয়ের গত এক বছর? তারই আদ্যোপান্ত থাকছে এই বিশেষ প্রতিবেদনে।

প্রকৌশলীদের অধিকার আন্দোলন:

২০২৫ সালে দেশের প্রকৌশল শিক্ষাঙ্গনে সবচেয়ে দীর্ঘ ও ধারাবাহিক আন্দোলনগুলোর একটি ছিল বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের আন্দোলন। চুয়েটসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে এই আন্দোলনে অংশ নেন ।আন্দোলনের মূল কারণ ছিল সরকারি চাকরির কাঠামোয় দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্য। দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে শতভাগ ডিপ্লোমা ডিগ্রিধারীদের সুযোগ এবং নবম গ্রেডে পরীক্ষাবিহীন পদোন্নতির ব্যবস্থা থাকায় বিএসসি প্রকৌশলীরা বিসিএসের মতো কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে একই গ্রেডে প্রবেশ করতে বাধ্য হচ্ছেন। বিএসসি প্রকৌশলীদের দাবি তিনটি হলো- নবম গ্রেডে শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেড কোটামুক্ত করা এবং বিএসসি ছাড়া কেউ ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার করতে না পারা। এসব দাবির বাস্তবায়নের জন্য বিভিন্ন সময়ে চুয়েটে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে আন্দোলনের তীব্রতা বাড়লে চট্টগ্রাম শহরেও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। লং মার্চ টু ঢাকা কর্মসূচিতেও অংশ নেয় চুয়েটের শিক্ষার্থীরা। সেই কর্মসূচিতে পুলিশ হামলা করলে চুয়েটে অবস্থানরত শিক্ষার্থীরা চট্টগ্রাম শহরের ২ নং গেট ব্লকেড কর্মসূচি পালন করে। হামলায় গ্রেনেডের আঘাতে গুরুতর আহত হয় চুয়েটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল ইকবাল। এছাড়াও ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার পাশাপাশি বিভিন্ন সময়ে কতিপয় পলিটেকনিক শিক্ষার্থীর পক্ষ থেকে হত্যার ও ধর্ষণের হুমকির প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীরা মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রামে আয়োজিত হয় বিভাগীয় মহাসমাবেশ এর।আন্দোলনের ধারাবাহিকতায় বিষয়টি আদালতে উঠে। হাইকোর্ট দশম গ্রেডের টেকনিক্যাল পদে বিএসসি প্রকৌশলীদের আবেদন করার সুযোগ দিতে নির্দেশ দেন। তবে কোটা বাতিল, পদোন্নতির কাঠামো সংস্কার এবং ‘প্রকৌশলী’ পদবির আইনগত স্বীকৃতি এখনও চূড়ান্ত হয়নি।

হলের নাম পরিবর্তন:

জুলাই গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে উত্তাল হয় চুয়েট। শেখ মুজিব ও শেখ রাসেলের ম্যুরাল ভেঙে ফেলেন শিক্ষার্থীরা পরবর্তীতে এই হলের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ হল এবং বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে কবি নজরুল হল নামকরণ করা হয়।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যদের শাস্তির দাবি: 

ছাত্রলীগ সন্ত্রাসীদের বহিষ্কার ও ছাত্রহলে শিক্ষার্থীদের সাথে মদ পানে অভিযুক্ত পুরকৌশল বিভাগের শিক্ষক সাবেক ছাত্রলীগ নেতা শাফকাত আর রুম্মানের শাস্তির দাবিতে প্রশাসনিক ভবনের সামনে চুয়েট শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ২০২৪ সালের জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এবং তৎপরবর্তীতে অত্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও জনস্বার্থবিরুদ্ধ কাজে সম্পৃক্ত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে চুয়েট ছাত্রলীগের ১৮ নেতাকে হল বহিষ্কার ও ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেন চুয়েট প্রশাসন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে চুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি পুরকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগরময় আচার্যকে গ্রেপ্তার করেন কোতোয়ালী থানা পুলিশ। 
চুয়েটে ছাত্রলীগের ১৯ নেতাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে ১২ জনকে আবাসিক হল থেকে, ৪ জনকে দুই বছরের জন্য এবং ৩ জনকে এক বছরের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ২ জনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২০১৮ সালে চাঁদার দাবিতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বর্বর কায়দায় নির্যাতনের ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তৎকালীন ৬ নেতার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী জামিল আহসান এবং মাহমুদুল ইসলাম। এর করা পৃথক দুটি মামলায় তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। তারা হলেন তৎকালীন চুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকের, সাধারন সম্পাদক  মো. শাখাওয়াত হোসেন (প্রকাশ সম্রাট), সাংগঠনিক সম্পাদক অতনু মুখার্জী। দুটি পৃথক মামলায় উক্ত তিনজন সহ তৎকালীন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় দে,  সহ-সভাপতি মেহেদী হাসান ফরহাদ ও ফখরুল ইসলাম ফাহাদসহ আরো অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছিলো ।

হলের করুণ অবস্থা:

বিশ্ববিদ্যালয়টির আয়রন ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে কবি নজরুল হলের দূরত্ব বেশি হওয়ায় ভূ-গর্ভস্থ পানির উপরই শিক্ষার্থীদের নির্ভর করতে হয়। তবে সেই পানিতে অতিরিক্ত পরিমাণ আয়রন থাকায় দীর্ঘদিন ধরে পানি সংক্রান্ত এসব সমস্যার সম্মুখীন হচ্ছেন উক্ত হলের আবাসিক শিক্ষার্থীরা। আয়রন মিশ্রিত লাল পানির কারণে শিক্ষার্থীদের বড় অংশ ভুগছেন চর্মরোগে, পড়ছে মাথার চুল, ময়লা হচ্ছে নতুন কাপড় চোপড়। মাঝে মধ্যে আবার আয়রণের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় হাত-পা ধুতেও অস্বস্তি বোধ করেন অনেকে।

মাদকসেবন ও শাস্তি:

মাদক সেবন ও নিজ অধিকারে মাদক রাখার অভিযোগে শহীদ মোহাম্মদ শাহ হলের আবাসিক শিক্ষার্থী ও পুরকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের চার শিক্ষার্থীকে দুই বছরের জন্য একাডেমিক বহিষ্কারের পাশাপাশি আবাসিক হল থেকেও চিরতরে বহিষ্কার করা হয়।

চুয়েটের শেখ রাসেল ও শহীদ মোহাম্মদ শাহ হলে শিক্ষার্থীদের কাছে মাদক পাওয়ায় আট শিক্ষার্থীকে ১ বছরের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত শিক্ষার্থীদের  তিনজন চুয়েটের স্থাপত্য বিভাগের, তিনজন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের এবং দুইজন পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি পুরকৌশল বিভাগের দুইজন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের একজন, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের একজন এবং জৈব চিকিৎসা কৌশল বিভাগের এক শিক্ষার্থীসহ পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

চুয়েট ক্যাফেটেরিয়ার একচেটিয়া ব্যবসা; সেবা নিয়ে অসন্তোষ শিক্ষার্থীদের

ক্যাম্পাসে একমাত্র সক্রিয় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) ক্যাফেটেরিয়াকে ঘিরে শিক্ষার্থীদের অসন্তোষ দিন দিন বাড়ছে। পূর্বের দুটি ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ায় ক্যাফেটেরিয়াটির ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছে, যা একচেটিয়া ব্যবসার সুযোগ সৃষ্টি করেছে বলে মনে করছেন শিক্ষার্থীরা। খাবারের মান, দাম ও ব্যবস্থাপনা নিয়ে নিয়মিত অভিযোগ উঠছে; পরিমাণ কম, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব রয়েছে। এমনকি খাবারে প্লাস্টিকজাতীয় বস্তু ও মাঝে মাঝে আরশোলা পাওয়ার অভিযোগও সামনে এসেছে, যা শিক্ষার্থীদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

রেজিস্ট্রেশন কপির ফি; রশিদ ছাড়াই বছরে নেওয়া হয় প্রায় দশ লক্ষ টাকা

চুয়েটে রশিদ ছাড়াই বিভিন্ন বিভাগে প্রতি টার্মে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা জানান, কোর্স রেজিস্ট্রেশনের জন্য বিভিন্ন খাতে অর্থ পরিশোধের পরও এর প্রিন্টেড কপি জমাদানের সময় নিজ বিভাগে আলাদা করে অর্থ জমা দিতে হয়। কিন্তু এ অর্থ পরিশোধের কোনো রশিদ বা প্রমাণপত্র দেয়া হয় না।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা যায়, চুয়েটের ১২ টি বিভাগের মধ্যে ১০ টি বিভাগে ১০০-১৫০ টাকা আদায় করা হয়।একটি ব্যাচে প্রতি টার্মে সর্বমোট নেয়া হচ্ছে প্রায় ছিয়ানব্বই হাজার নয়শত টাকা। পাঁচটি ব্যাচে নেয়া হচ্ছে চার লক্ষ চুরাশি হাজার পাঁচশত টাকা। এক বছরে, পাঁচটি ব্যাচে দুটি টার্মে নেয়া হচ্ছে মোট নয় লক্ষ ঊন সত্তর হাজার টাকা।

শিক্ষার্থীদের অনলাইন ছাড়পত্র ব্যবস্থা

নতুন চালুকৃত অনলাইন ছাড়পত্র ব্যবস্থায় এখন শিক্ষার্থীকে কেবল নিজ বিভাগ, নিজ আবাসিক হল এবং কেন্দ্রীয় গ্রন্থাগারে উপস্থিত হতে হবে। বাকি সকল দপ্তরের ছাড়পত্র প্রক্রিয়া সম্পন্ন হবে আইআইসিটি, চুয়েট কর্তৃক নির্মিত অনলাইন সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যার ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শাখা তাদের পাওনা, অভিযোগ বা আর্থিক জরিমানার তথ্য নিজস্ব পোর্টালে যুক্ত করতে পারবে। চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে, যদি কোনো অভিযোগ বা পাওনা বাকি না থাকে, তবে শিক্ষার্থী নিজ পোর্টাল থেকেই ছাড়পত্র সংগ্রহ করতে পারবে।

চালু হয়েছে মানোন্নয়ন পরীক্ষা:

বিশ্ববিদ্যালয়ের ১৫৭ তম একাডেমিক কাউন্সিল সভায় মানোন্নয়ন পরীক্ষা পদ্ধতিকে একাডেমিক নীতিমালায় সংযুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। একাডেমিক অর্ডিন্যান্সে যুক্ত হওয়া মাত্রই মানোন্নয়ন পরীক্ষা পদ্ধতি চালু হবে।

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদল-এর কমিটি:

বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কমিটি ঘোষণা করে ছাত্রদল। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে মিছিল বের করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিটির সকল সদস্যকে কারণ দর্শানোর বিজ্ঞপ্তি দেয়।

ট্যাগ: চুয়েট
‘আরে আচরণবিধি রাখেন মিয়া’—ছাত্রদলের পোলিং এজেন্ট
  • ০৬ জানুয়ারি ২০২৬
৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
  • ০৬ জানুয়ারি ২০২৬
ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না:…
  • ০৬ জানুয়ারি ২০২৬
এইচএসসির ফরম পূরণের তারিখ ফের পরিবর্তন
  • ০৬ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রামে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র …
  • ০৬ জানুয়ারি ২০২৬
ভারতে বিনাবিচারে ৫ বছর জেলে: ফের নামঞ্জুর দুই ছাত্রনেতার জা…
  • ০৬ জানুয়ারি ২০২৬