আল আমিন রাকিব তনয় ও সাবেক উপদেষ্টা মাহফুজ আলম © সংগৃহীত
সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে সমালোচনা করায় সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুক থেকে আনফ্রেন্ড ও বট অ্যাটাকের অভিযোগ তুলেছেন তার বন্ধু আল আমিন রাকিব তনয়। রোববার (১১ জানুয়ারি) মধ্যরাতে এক ফেসবুক পোস্টে তিনি এমনটায় দাবি করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষক।
পোস্টে আল আমিন রাকিব তনয় লেখেন, ‘আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্ঠিক ভুল, বাস্তব সঙ্কট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। মাহফুজ আলম যে কথা বলেছেন। কিন্তু এসব বললেই আনফ্রেন্ড করা ও বট এটাক করা হবে- মাহফুজ আলম যে কথা লুকিয়ে রেখেছেন।’
তিনি আরও লেখেন, ‘আমি তার ১০ বছরের পুরোনো বন্ধু হয়েও তার সমালোচনা করায় আনফ্রেন্ড ও বট অ্যাটাকের শিকার হয়েছি। যদি এখন সে এই প্যাটার্ন পাল্টায়, তাইলে ভালো, নাইলে দেখেন যা ভালো মনে করেন।’
আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যার মূল শুটারসহ গ্রেফতার ৪
এর আগে এক পোস্টে মাহফুজ আলম নতুন ধারার রাজনৈতিক শক্তি তৈরির লক্ষ্যে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত দেড় বছরের পর্যালোচনা শেষে আমরা কীভাবে নতুন করে শুরু করতে পারি, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই।’