আমরা নতুন করে শুরু করব: মাহফুজ

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম
সাবেক উপদেষ্টা মাহফুজ আলম  © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টিতে না যাওয়ার ঘোষণা দিয়ে নতুন রাজনৈতিক দলের ইঙ্গিত দেওয়ার একদিন পর আবারও একই ধরনের পোস্ট দিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ সোমবার (২৯ ডিসেম্বর) ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইংরেজিতে এই পোস্ট দিয়েছেন তিনি। এতে ‘আমরা নতুন করে শুরু করব’ বলে উল্লেখ করেছেন সাবেক এই উপদেষ্টা।

ইংরেজিতে দেওয়া ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘আমরা নতুন করে শুরু করব। ভাবনা, দৃষ্টি ও সততার শক্তি নিয়ে আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে এগিয়ে যাব। চলুন, একটি দীর্ঘ যাত্রা শুরু করি— জুলাইয়ের জন্য, তরুণদের জন্য এবং বাংলাদেশের জন্য। আমরা কোনো আপস করব না।’

এর আগে গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) এক পোস্টে এনসিপিতে যুক্ত হচ্ছেন না বলে জানিয়েছিলেন মাহফুজ আলম। একই সাথে ‘নূতন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব’ এবং ‘বিকল্প ও মধ্যপন্থী তরুণ বা জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন’ বলেও উল্লেখ করেছিলেন তিনি।

আমার রাজনৈতিক অবস্থান শিরোনামে ওই ফেসবুক পোস্টটিতে মাহফুজ আলম লিখেছেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবামাত্র তাদেরকে পরামর্শ,  নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি।

তিনি লিখেছেন, আমার অবস্থান স্পষ্ট। নূতন রাজনৈতিক-অর্থনৈতিক  বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকন্সিলিয়েশন, দায়-দরদের সমাজ সহ- অনেক কথাই আমি বলেছি। যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু, তারা এগুলো ধারণ করতেন? এনসিপিকে একটা বিগ জুলাই আম্ব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি। কিন্তু, অনেক কারণেই সেটা সম্ভব হয়নি।

মাহফুজ আলম লিখেছেন, বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু, আমি এ এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোন একটা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্টান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।

ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে উল্লেখ করে তিনি বলেন, এ পর্বে কোন পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ/ জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বরং, আমি গত দেড় বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব। রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে। If you care to join me, you are most welcome. নূতন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব। বিকল্প ও মধ্যপন্থী তরুণ বা জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!