তিন দিনে ৫ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জট

২১ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ PM
তিন দিনের মধ্যে অনুষ্ঠিত হবে পাঁচ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

তিন দিনের মধ্যে অনুষ্ঠিত হবে পাঁচ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটে স্থগিত ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ ডিসেম্বর (শনিবার)। তবে একইদিন সকালে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি (এমআইএসটি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগের ও পরদিন রয়েছে আরও তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ফলে বিপদে পড়ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত হবে পরীক্ষা। এটি বিজ্ঞানের বিষয়ে না হওয়ায় শিক্ষার্থীরা তেমন সমস্যায় পড়বেন না। তবে এদিন এমআইএসটির ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এটি বিজ্ঞানের হওয়ায় ঢাবির বিজ্ঞান ইউনিটেও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়বেন।

তাদের ভাষ্য, সকালে এমআইএসটির পরীক্ষা দিয়ে বিকেলে ঢাবির পরীক্ষায় অনেকে অংশগ্রহণ করতে পারবেন না। বিশেষ করে ঢাবির পরীক্ষার আসন যাদের ঢাকার বাইরে পড়েছে, তাদের বাধ্য হয়ে একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আশা বাদ দিতে হবে। এমআইএসটির আর্কিটেকচারের বিকেলের শিফটে যাদের পরীক্ষা রয়েছে, তাদেরও যেকোনও একটি ছাড়তে হবে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ঢাকাতেই পরীক্ষার সুযোগ দেবে বলে জানিয়েছে।

এর আগের দিন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের পরীক্ষা হবে। একই দিনে বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং ও অ্যাভিয়েশন, এয়ারক্রাফ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), এয়ারক্রাফ্‌ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স) বিভাগের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন শিক্ষার্থীরা। 

দুটিই বিজ্ঞানের শিক্ষার্থীদের পরীক্ষা হওয়ায় পরপর ‍দুদিন চার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। এতে তীব্র ভোগান্তি পোহাতে হবে তাদের। বিশেষ করে যাদের আসন ভিন্ন ভিন্ন বিভাগীয় শহরে পড়বে, তারা বেশি দুর্ভোগের শিকার হবেন।

এ ছাড়া পরদিন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ-জেইউ ভর্তি পরীক্ষা। এতেও বিজ্ঞানের অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। পাশাপাশি জবির ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছুদের পরপর দুদিন ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছুঁটতে হবে ভর্তি পরীক্ষার জন্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত সভায় বিজ্ঞান ইউনিটের নতুন তারিখ ঠিক করা হয়। পরে রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম। তিনি বলেন, ‘আগামী ২৭ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বিকেল সাড়ে ৩টা থেকে পরীক্ষা শুরু হবে। রাতের মধ্যেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।’

এর পরপরই শিক্ষার্থী-অভিভাবকসহ অনেকে ঢাবির ভর্তি পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত ফেসবুক গ্রুপেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তারা অনেকে বিশ্ববিদ্যালয়কে আনুষ্ঠিানিকভাবে জানাবেন বলে জানিয়েছেন।

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন ভর্তি পরীক্ষার এ জট নিয়ে আজ রবিবার (২১ ডিসেম্বর) ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা ছিল গতকাল সকালে। ওসমান হাদীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে তা বাতিল করা হয়েছিল। শোনা যাচ্ছে, আগামী ২৭ ডিসেম্বর বেলা ৩টা ৩০ মিনিটে সময় তা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হচ্ছে।’ 

একই দিন অর্থাৎ ২৭ ডিসেম্বর সকাল ১১টায় এমআইএসটি এর ভর্তি পরীক্ষার শিডিউল আগেই দেয়া আছে। তাদের পরীক্ষা ৩ ঘণ্টা। মানে ১টা পর্যন্ত। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটেই দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়, তবে পরীক্ষার্থীদের মাঝে একটা ম্যাসাকার নেমে আসবে।

মিরপুরে দুপুর ১টায় পরীক্ষা শেষ করে বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আবার পরীক্ষা দেয়া অনেকের জন্যই অসম্ভব হয়ে যাবে। বাচ্চাদের তো মানসিক প্রস্তুতিও দরকার। একই দিনে শহরের দুই প্রান্তে দুই পরীক্ষা নেয়া বাস্তবসম্মত বা গ্রহণযোগ্যও নয়। 

আরও পড়ুন: ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে জাবিতে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছেন ১০১ ভর্তিচ্ছু

আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অন্য জেলাতেও নেওয়া হবে। তাহলে ঢাকায় যারা এমআইএসটি এর ভর্তি পরীক্ষা দেবে, তারা বিকেলে অন্য জেলায় গিয়ে ডিইউ'র পরীক্ষা দেবে কিভাবে। তিনি বলেন, ‘আমাদের বাচ্চারা তো গিনিপিগ নয়। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট আকুল আবেদন, আমাদের সন্তানদের কথা চিন্তা করে ২৭ ডিসেম্বর বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা নেবেন না প্লিজ।’

অবশ্য ২৭ তারিখের পরীক্ষা নিয়ে একটি সমাধানও দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক এবং জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে আমাদের তেমন সমস্যা নেই। শুধু এমআইএসটির পরীক্ষার বিষয়টি আমাদের মাথায় নিয়ে কাজ করতে হয়েছে।’

তিনি বলেন, ‘এর সমাধানও আমরা দিয়েছি। ঢাকায় সকালে যাদের পরীক্ষা থাকবে, তাদের কারও পরীক্ষা যদি বিকেলে থাকে, তাহলে তারা ঢাকাতেই পরীক্ষা দিতে পারবে। সে অপশন আমরা রেখেছি, ওয়েবসাইটেও বিষয়টি দিয়ে দেওয়া হয়েছে।’

সাহসী জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদি এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব জুলাইযোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি মারা যান। এরপর রাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। শোক পালন ও বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী হাদির মৃত্যুতে ভর্তি পরীক্ষা গ্রহণ উপযুক্ত নয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

তুমি স্টাফ বাসে আর আসবা না, লোকাল বাসে ভাড়া দিয়ে আসবা
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় ম…
  • ১২ জানুয়ারি ২০২৬
সড়ক থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশা দাদির জিম্মায়
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের প্রশ্নফাঁস ইস্যু, সমাধানে ৫ করণীয় জানালেন এনসিপি…
  • ১২ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোটের ব্যবধান হবে ১.১ শতাংশ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9