একাদশে ভর্তি: চট্টগ্রাম বোর্ডের সেরা কলেজ কোনগুলো?
সম্প্রতি ১০ জুলাই প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এর পরের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তি। অনলাইনে আবেদনের নির্দিষ্ট সময়সূচি এখনো ঘোষণা করা না হলেও ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই সময়ে কলেজ বাছাই নিয়ে দ্বিধায় পড়তে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। কোন কলেজ ফলাফল ও শিক্ষার মানে সেরা, কোন কলেজে ভর্তির বেশি সুযোগ ভর্তির সুযোগ বেশি থাকবে? এই সিদ্ধান্তকে সহজ করতে দ্য ডেইলি ক্যাম্পাস তুলে ধরছে রাজশাহী বোর্ডের ‘সেরা ও খ্যাতিমান’ কলেজের নাম; সাম্প্রতিক বছরগুলোর একাডেমিক ফল, শিক্ষার মান, সহশিক্ষা কার্যক্রম এবং র্যাংকিংয়ের বিচারে যেগুলোকে এগিয়ে রেখেছে সংশ্লিষ্টরা।
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অন্যতম সেরা কলেজ হলো সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ কলেজটি চট্টগ্রাম জেলা শহরের কলেজ রোডে অবস্থিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ কলেজে। প্রতিষ্ঠানটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ৭২৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ৬৭৩ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ১ হাজার ১০৮ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৭ দশমিক ০৪ শতাংশ।
সরকারি সিটি কলেজ
চট্টগ্রাম বোর্ডের দ্বিতীয় অন্যতম সেরা কলেজ হলো সরকারি সিটি কলেজ। চট্টগ্রাম নাইট কলেজ নামে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে এটির নামকরণ করা হয় সরকারি সিটি কলেজ। কলেজটি চট্টগ্রাম জেলা শহরের আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত। স্নাতকের পাশাপাশি এখানে উচ্চ মাধ্যমিকের পাঠদান চালু রয়েছে। প্রতিষ্ঠানটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ২ হাজার ৯১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ২ হাজার ৩ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৮৭২ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৫ দশমিক ৭৯ শতাংশ।
আরও পড়ুন: ১৪ লাখ আসন খালি থাকলেও প্রতিযোগিতা হবে ভালো কলেজে ভর্তিতে
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ
চট্টগ্রাম বোর্ডের তৃতীয় অন্যতম সেরা কলেজ হলো চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। কলেজটি সেনাবাহিনী কতৃক নিয়ন্ত্রিত। এটি সেনা সদস্যদের সন্তানদের জন্য প্রতিষ্ঠিত হলেও অন্যরাও এখানে পড়ার সুযোগ রয়েছে। অন্যতম এ কলেজটি চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত। প্রতিষ্ঠানটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ২০৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ২০২ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৮৪৭ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৯ দশমিক ৯২ শতাংশ।
চট্টগ্রাম কলেজ
চট্টগ্রাম বোর্ডের অন্যতম সেরা আরেকটি কলেজ হলো চট্টগ্রাম কলেজ। এটি চট্টগ্রাম জেলা শহরের চকবাজারে কলেজ রোডে অবস্থিত। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পাঠদান চালু রয়েছে। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ১৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ২ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৮৪০ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৮ দশমিক ৮২ শতাংশ।
হাজেরা-তজু ডিগ্রী কলেজ
চট্টগ্রাম বোর্ডের অন্যতম সেরা বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হলো হাজেরা-তজু ডিগ্রী কলেজ। প্রতিষ্ঠানটিতে স্নাতকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাঠদান চালু রয়েছে। কলেজটি চট্টগ্রামের চান্দগাঁওয়ে অবস্থিত। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ৮০৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ৭৫৮ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৫৩৫ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৫ শতাংশ।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ
চট্টগ্রাম বোর্ডের অধিভুক্ত মেয়েদের জন্য অন্যতম সেরা একটি কলেজ হলো চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এ কলেজটিতে স্নাতকের সাথে উচ্চ মাধ্যমিক শিক্ষাকার্যক্রমও চালু রয়েছে। এটি চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ৩৩৬ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৫৭০ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৭ দশমিক ০৯ শতাংশ।
সরকারি কমার্স কলেজ
বাণিজ্য বিষয়ে উচ্চতর পাঠদানের জন্য প্রতিষ্ঠিত হয় সরকারি কমার্স কলেজ। এটি সরকারি বাণিজ্য কলেজ নামেও পরিচিত। অন্যতম এ কলেজটি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় অবস্থিত। কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে পাঠদান চালু রয়েছে। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ৯৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৯২৭ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৪৮৫ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৫ শতাংশ।
আরও পড়ুন: একাদশে ভর্তি: রাজধানীর সেরা কলেজ কোনগুলো?
বাকলিয়া সরকারি কলেজ
চট্টগ্রাম বোর্ডের অন্যতম সেরা আরেকটি কলেজ হলো বাকলিয়া সরকারি কলেজ। পূর্বে কলেজটির নাম ছিল চট্টগ্রাম সরকারি কমার্শিয়াল ইন্সটিটিউট। উচ্চ মাধ্যমিক এ প্রতিষ্ঠানটি চট্টগ্রামের বাকালিয়ায় অবস্থিত। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ৪২৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ৩২৭ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৪১৯ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯২ দশমিক ৮৬ শতাংশ।
কক্সবাজার সরকারি কলেজ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অন্যতম আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো কক্সবাজার সরকারি কলেজ। এটি কক্সবাজারের সর্ববৃহত ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি কক্সবাজারের ঝিলংঝা ইউনিয়নের মুহুরীপাড়ায় অবস্থিত। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ১৯৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ৮৮ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৩৫২ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯১ দশমিক ০৫ শতাংশ।
ফৌজদারহাট ক্যাডেট কলেজ
দেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত ক্যাডেট কলেজ হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। এটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ৫১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫১ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৫১ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল শতভাগ।
চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
চট্টগ্রাম বোর্ডের অন্যতম সেরা আরেকটি কলেজ হলো চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। এটি একটি সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি এক সময়ের ১১টি সরকারি মডেল স্কুল এন্ড কলেজের মধ্যে অন্যতম। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ৯৪৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৮৭৫ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ৩৩৩ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯২ দশমিক ৬৯ শতাংশ।
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ
চট্টগ্রাম বোর্ডের অন্যতম সেরা ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান হলো ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। এটি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের নিকটে সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত। কলেজটির পূর্ব নাম ছিল ক্যান্টনমেন্ট ইন্টারন্যাশনাল স্কুল। পরবর্তীতে নাম পরিবর্তন করে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ রাখা হয়। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ৩৪৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩৪৬ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ২২১ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল শতভাগ।
কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ
চট্টগ্রাম বোর্ডের অন্যতম সেরা বেসরকারি কলেজগুলোর একটি হলো কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ। এটি চট্টগ্রামের চকবাজারের আরাকান রোডে অবস্থিত। প্রতিষ্ঠনটিতে স্নাতকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাঠদান চালু রয়েছে। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ১ হাজার ২৬১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ১৯৫ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ১৭৭ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৪ দশমিক ৭৭ শতাংশ।
আরও পড়ুন: এসএসসিতে সায়েন্স, এইচএসসিতে কমার্স কিংবা আর্টস চান— বিভাগ পরিবর্তনে সুবিধা-অসুবিধা কী
কাফকো স্কুল এন্ড কলেজ
চট্টগ্রাম বোর্ডের অন্যতম সেরা আরেকটি কলেজ হলো কাফকো স্কুল এন্ড কলেজ। এটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত। কলেজটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠদান চালু রয়েছে। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ২২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ২২ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ২০ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল শতভাগ।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ
চট্টগ্রাম বোর্ডের আরেকটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ। কলেজটি বিএন কলেজ বা নৌবাহিনী কলেজ নামে পরিচিতি রয়েছে। কলেজটি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি চট্টগ্রাম শহরের সিইপিজেড এলাকায় নাবিক আবাসিক এলাকা-১ এর অভ্যন্তরে অবস্থিত। কলেজটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠদান চালু রয়েছে। কলেজটি থেকে গতবার অর্থাৎ ২০২৪ সালে ৬৬৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬৫৮ জন পাস করেছেন। আর জিপিএ-৫ অর্জন করেন ২০ জন। কলেজটিতে এইচএসসিতে পাসের হার ছিল ৯৮ দশমিক ৮ শতাংশ।
এছাড়াও চট্টগ্রাম বোর্ডের অন্যতম সেরা কলেজগুলো হলো- চট্টগ্রামে জেলার পটিয়ায় অবস্থিত পটিয়া সরকারি কলেজ, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ইসলামিয়া ডিগ্রি কলেজ, চট্টগ্রাম পোর্ট কলেজ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, আগ্রাবাদ মহিলা কলেজ, চট্টগ্রাম ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, চট্টগ্রাম মহিলা কলেজ, মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজ ও কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ।