এসএসসিতে সায়েন্স, এইচএসসিতে কমার্স কিংবা আর্টস চান— বিভাগ পরিবর্তনে সুবিধা-অসুবিধা কী?

 পরীক্ষার হল
পরীক্ষার হল  © সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল। এরপরই শুরু হবে উচ্চমাধ্যমিকে (এইচএসসি) ভর্তির তোড়জোড়। ভর্তির ক্ষেত্রে অনেক শিক্ষার্থীই নিজের আগ্রহ, ক্যারিয়ার পরিকল্পনা ও পরীক্ষার ফলের ভিত্তিতে বিভাগ পরিবর্তনের কথা ভাবেন। যেতে চান বিজ্ঞান থেকে মানবিক কিংবা কিংবা মানবিক থেকে অন্য কোনো বিভাগে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের নিয়ম ও শর্ত জানার পাশাপাশি বিভাগ পরিবর্তনে সুবিধা-অসুবিধা জেনে নেওয়া জরুরি। 

বিভাগ পরিবর্তনের সুযোগ কোথায় কতটুকু?
এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা চাইলে মানবিক বা ব্যবসায় শিক্ষা যেকোনো বিভাগে ভর্তি হতে পারেন। অন্যদিকে, ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা মানবিকে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষায় যেতে পারেন। তবে মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে যাওয়ার অনুমোদন দেওয়া হয় না। 

উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার পরও কি বিভাগ পরিবর্তন সম্ভব?
উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) ভর্তি হওয়ার পরেও বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে—তবে তা সীমিত এবং শর্ত সাপেক্ষে। কলেজে ভর্তির পর কোনো শিক্ষার্থী যদি মনে করেন আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে বর্তমান বিভাগ সংগতিপূর্ণ নয়, তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করে বিভাগ পরিবর্তনের অনুমতি পেতে পারে। তবে এটি নির্ভর করে কলেজে সংশ্লিষ্ট বিষয়ে আসন ফাঁকা থাকা সাপেক্ষে।  

বিভাগ পরিবর্তনের সুবিধা:  
উচ্চ শিক্ষায় ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষার তুলনায় মানবিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তুলনামূলক সহজ। অন্যদিকে, মানবিকের আসন সংখ্যাও বেশি থাকে। তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ইউনিটের বাইরেও মানবিক ও ব্যবসায় শিক্ষা ইউনিটে বেশ কিছু  আসন থাকে। 

বিভাগ পরিবর্তনের অসুবিধা: 
বিজ্ঞান বা মানবিক বিভাগে যারা এসএসসি পর্যন্ত পড়েছেন, তারা হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ব্যাংকিং—এই বিষয়গুলোর কোনো প্রাথমিক ধারণা পান না। ফলে এইচএসসিতে এসে অনেক নতুন বিষয় একসাথে শেখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। আবার ব্যবসায় শিক্ষায় হিসাববিজ্ঞান ও ফিন্যান্সে গণিতের প্রয়োজনীয়তা বেশি। যারা মানবিক বিভাগ থেকে এসেছে এবং গণিত দুর্বল, তাদের জন্য এই বিষয়গুলো বোঝা ও ভালো নম্বর পাওয়া কঠিন হয়ে যেতে পারে।  

শিক্ষা বিশেষজ্ঞদের মতে, শুধু ফলাফলের ভিত্তিতে নয়, শিক্ষার্থীর আগ্রহ, ভবিষ্যৎ লক্ষ্য ও মানসিক প্রস্তুতির দিকগুলো বিবেচনা করে বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া উচিত। বিভাগ পরিবর্তন করলে নতুন বিষয়ের সাথে মানিয়ে নেওয়ার জন্য বাড়তি শ্রম ও সময় প্রয়োজন হয়। তাই শিক্ষার্থীদের উচিত, আগেই সুনির্দিষ্ট ক্যারিয়ার পরিকল্পনা তৈরি করা। 


সর্বশেষ সংবাদ