হাবিপ্রবির শূন্য ২৯ আসনে ভর্তিচ্ছুদের রিপোর্টিং আজ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © সম্পাদিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে ২৯টি আসন শূন্য রয়েছে। এসব আসনে ৫ম ধাপে ভর্তির জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আজ বুধবার (১৬ জুলাই) রিপোর্টিং নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের ২৩টি ডিগ্রীর জন্য ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ৫ম ধাপের ভর্তি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য প্রার্থীদের ১৬ জুলাই সকাল ১০টা হতে দুপুর ১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের তৃতীয় তলায় অবস্থিত নির্ধারিত বুথে রিপোর্টিং করতে বলা হলো। উল্লেখিত সময়ের পর আর কারো রিপোর্টিং নেওয়া হবে না। 

রিপোর্টিংকৃতদের মধ্য থেকে ফাকা আসনসমূহে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা এ দিনই বিকেল ৫টার মধ্যে ওয়েবসাইটে দেওয়া হবে এবং বিষয়প্রাপ্তদের আগামী ১৭ জুলাই বিকেল ৪টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তি প্রক্রিয়া ও ভর্তির ধাপসমূহ পরবর্তীতে জানানো হবে।

আরও পড়ুন: জবির শিক্ষককে মারধর: ছাত্রদলের তিন নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

এখানে উল্লেখ থাকে যে, কোটার প্রার্থীদের পূর্বে যাচাই বাছাই করা হয়েছে, বিধায় তাদের রিপোর্টিংয়ের প্রয়োজন নেই। এর আগে ৪র্থ মেধাতালিকা হতে ভর্তি হওয়ার পর অটোমাইগ্রেশন বন্ধের সুযোগ গত ৬ জুলাই শেষ হয়েছে। ৪র্থ ধাপে বিষয়প্রাপ্ত রিপোর্টিং করা প্রার্থীদের স্নাতক শ্রেণিতে চূড়ান্ত ভর্তি নেওয়া হয় ২ জুলাই।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ