ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোকে আইইবির স্বীকৃতির দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীদের বিক্ষোভ  © সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) স্বীকৃতি প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছেন ইঞ্জিনিয়ারিং অনুষদ ও সিএসই বিভাগের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৩ মে) বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত ই খুদা একাডেমিক বিল্ডিংয়ের সামনে এ বিক্ষোভ প্রদর্শন ও বিক্ষোভ শেষে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলেও আমরা ইঞ্জিনিয়াররা আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত, আমাদের যে প্রাপ্য সম্মান, সুযোগ-সুবিধা, সেগুলো থেকেও আমরা বঞ্চিত। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ইঞ্জিনিয়ারিং অনুষদগুলো আছে, দীর্ঘদিন হয়ে গেলেও আমরা আমাদের যে ক্লাসরুম সংকট, তা নিরসন হয়নি। এখনো আমাদের ৪-৫টি ব্যাচকে মাত্র দুটি রুমে ক্লাস করতে হয় ৷ আমাদের যে ল্যাবের সুযোগ-সুবিধা থাকার কথা, সেটি আমরা এখনো পাইনি। ইউটিউবে ভিডিও দেখে আমাদের ল্যাব ক্লাস করতে হয়।’

আরও পড়ুন: ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

শিক্ষার্থীরা আরও বলেন, ‘শুধু তাই নয়, প্রতিষ্ঠার পর থেকেই আমাদের অনুষদ বা বিভাগগুলোয় শিক্ষক সংকট এটা যেন আমাদের গলার কাঁটা। প্রতিটি বিভাগে মাত্র ৪-৫ জন শিক্ষক। ফলে এই ৪-৫ জন শিক্ষককে একই সঙ্গে ৩-৪ টি কোর্স নিতে হয়। সব থেকে বড় কথা আমরা একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও আমাদের আইইবি মেম্বারশিপ নেই। যার ফলে চার-পাঁচ বছর পড়াশোনা শেষ করে আমরা নিজেদের ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে পারি না। তাই আমাদের দাবি, ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো আছে, এগুলোকে আইইবির আওতাভুক্ত করতে হবে। আর তা করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সেসব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) বাংলাদেশের প্রকৌশল পেশাজীবীদের জাতীয় সংগঠন। আইইবি হলো বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের অভিভাবক সংস্থা। এই সংস্থা সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ দ্বারা নিবন্ধিত। আইইবিতে বর্তমানে সব প্রকৌশল বিভাগ অন্তর্ভুক্ত।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence