হাবিপ্রবির মাইগ্রেশনের ফল প্রকাশ, জানা গেল অপেক্ষমানদের রিপোর্টিংয়ের সময়

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২য় মেধাতালিকা হতে ভর্তির পর মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃতীয় ধাপে ভর্তিচ্ছুদের রিপোর্টিং করতে হবে আগামী সোমবার (২৩ জুন)।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ ও ২৯ মে অনুষ্ঠিত স্নাতক প্রথমবর্ষ ২য় ধাপের ভর্তি শেষে মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। ভর্তিকৃত ছাত্র-ছাত্রীরা ওয়েবসাইটে (www.admission.hstu.ac.bd) তাদের নিজ নিজ Applicant ID ও Password দিয়ে লগইন করে মাইগ্রেশনের ফলাফল দেখতেপারবেন। 

আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ২৩টি ডিগ্রির জন্য ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ৩য় ধাপের ভর্তি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হচ্ছে। ওয়েবসাইকে প্রকাশিত তালিকা অনুযায়ী প্রার্থীদের আগামী ২৩ জুন সকাল ১০টা হতে দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের তৃতীয় তলায় অবস্থিত নির্ধারিত বুথে রিপোর্টিং করতে বলা হয়েছে। 

আরও পড়ুন: কৃষি গুচ্ছে অপেক্ষমাণদের ভর্তি শুরু, শূন্য আসন পূরণ হবে তিন ধাপে

উল্লেখিত সময়ের পর আর কারো রিপোর্টিং নেওয়া হবে না। রিপোর্টিংকৃতদের মধ্য থেকে ফাকা আসনসমূহে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ভর্তির জন্য বিষয় বরাদ্দ করা হবে। এখানে উল্লেখ্য থাকে যে, কোটার প্রার্থীদের পূর্বে যাচাই-বাছাই করা হয়েছে, বিধায় তাদের রিপোর্টিং টংয়ের প্রয়োজন নেই। বিস্তারিত তথ্য ও তালিকা দেখতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ