কৃষি গুচ্ছে অপেক্ষমাণদের ভর্তি শুরু, শূন্য আসন পূরণ হবে তিন ধাপে

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে লোগো
কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে লোগো   © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। শূন্য আসনগুলো পূরণের লক্ষ্যে এ কার্যক্রম তিন ধাপে সম্পন্ন হবে বলে জানিয়েছে গুচ্ছ ভর্তি কমিটি। বৃহস্পতিবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ম ধাপে পঞ্চম অটো মাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অবশিষ্ট অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয়ক ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে আজ শুক্রবার (২০ জুন)। নির্বাচিত প্রার্থীদেরকে অনলাইনে ভর্তি ফি এর প্রথম অংশ দশ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি প্রাথমিক ধাপ নিশ্চিত করতে হবে (২১ থেকে ২৫ জুন) পর্যন্ত। 

২য় ধাপ (আসন শূন্য থাকলে)
*ষষ্ঠ অটো মাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অবশিষ্ট অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয়ক ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৮ জুন। 

*ষষ্ঠ অপেক্ষমাণ তালিকা হতে নির্বাচিত প্রার্থীদেরকে অনলাইনে ভর্তি ফি এর প্রথম অংশ দশ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করা ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত। 

৩য় ধাপ (আসন শূন্য থাকলে):
*সপ্তম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অবশিষ্ট অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয়ক ভিত্তিক ফলাফল প্রকাশ করা আগামী ৬ জুলাই। 

*সপ্তম অপেক্ষমাণ তালিকা হতে নির্বাচিত প্রার্থীদেরকে অনলাইনে ভর্তি ফি এর প্রথম অংশ দশ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করা ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে ৭ জুলাই থেকে ১১ জুলাইয়ের মধ্যে। 

*সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফি-এর সাথে পূর্বে জমাকৃত দশ হাজার টাকা (অফেরতযোগ্য) সমন্বয় করা এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন  করতে হবে। 

*অষ্টম অটো মাইগ্রেশন সম্পন্ন করে অনস্পট ভর্তির জন্য অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনের তিনগুণ ছাত্র-ছাত্রীর অপেক্ষমাণ তালিকার ফলাফল প্রকাশ (পরবর্তীতে ঘোষণা করা হবে)।

* অনস্পট ভর্তি (পরবর্তীতে ঘোষণা করা হবে) 

উল্লেখ্য, ২৬মে থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষাবর্ষের চুড়ান্ত ভর্তি কার্যক্রম গত ২৮ মে শেষ হয়েছে।


সর্বশেষ সংবাদ