নজরুল বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তির শর্ত ও আসন সংখ্যা প্রকাশ
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ৩১ মে ২০২৫, ১২:৩৭ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৩:০৬ PM
২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য বিভাগভিত্তিক শর্ত ও আসন সংখ্যা প্রকাশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। পাশাপাশি বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, উল্লিখিত কোটার মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী, পোষ্য, হরিজন ও দলিত গোষ্ঠী এবং খেলোয়াড় কোটা। এসব কোটায় ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে অংশগ্রহণসহ রাখা হয়েছে সর্বনিম্ন নম্বর পাওয়ার বাধ্যবাধকতা।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ভর্তির জন্য এইচএসসিতে গণিত বিষয় থাকতে হবে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় পদার্থ ও গণিতে আলাদাভাবে নির্দিষ্ট নম্বর (সাধারণত ৭, কোটায় ৫) পেতে হবে। ইএসই বিভাগে কোটাধারীদের পদার্থ, রসায়ন ও গণিত তিনটিতেই উত্তর দিতে হবে।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী ফিরছেন স্বপদে
এতে বলা হয়, গুচ্ছ পরীক্ষায় বাংলা বিভাগে ভর্তির জন্য বাংলা বিষয়ে অংশগ্রহণ ও নির্ধারিত নম্বরের ৫০ শতাংশ পেতে হবে। ইংরেজি বিভাগে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ইংরেজিতে ‘এ’ গ্রেড থাকতে হবে। একই সঙ্গে গুচ্ছে কোটাধারীদের জন্য ইংরেজি অংশে ৪০ শতাংশ নম্বর অর্জন বাধ্যতামূলক। পরিসংখ্যান বিভাগে ভর্তি হতে হলে গণিতে অন্তত ২০ শতাংশ, অর্থাৎ ৫ নম্বর অর্জন বাধ্যতামূলক। এটা কোটার ক্ষেত্রেও প্রযোজ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সঙ্গীত, চারুকলা ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে ভর্তির জন্য ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। মোট নির্ধারিত নম্বর তথা ১০০ নম্বরের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের ন্যূনতম ৫০ ও কোটাধারীদের জন্য ৪০ নম্বর পেতে হবে।
এতে আরও বলা হয়, ‘বি’ ইউনিটের আইন ও বিচার বিভাগে শিক্ষার্থীদের ইংরেজিতে অন্তত ১৫ এবং ‘সি’ ইউনিটের শিক্ষার্থীদের অন্তত ৭ নম্বর পেতে হবে। নৃবিজ্ঞান ও পপুলেশন সায়েন্স বিভাগে ভর্তির জন্য বাংলায় ও ইংরেজিতে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। এ ক্ষেত্রে ‘এ’ ইউনিট ও কোটাধারীদের জন্য এসব বিভাগীয় শর্ত প্রযোজ্য নয়। লোকপ্রশাসন বিভাগে ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ৫০ ও কোটায় ৪০ নম্বর পেতে হবে। বাংলায় ও ইংরেজিতে ৩৫ শতাংশ নম্বর পেতে হবে দর্শন, সমাজবিজ্ঞান ও ইতিহাস বিভাগে। তবে ‘এ’ ইউনিট ও কোটায় এ শর্ত প্রযোজ্য নয়।
আরও পড়ুন: শেষ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
অন্যদিকে ফিন্যান্স, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মানবসম্পদ ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগে ভর্তির জন্য গুচ্ছে কোনো বিষয়ে ঋণাত্মক নম্বর (নেগেটিভ মার্ক) পেলে সেই শিক্ষার্থী ভর্তির জন্য বিবেচিত হবেন না। তবে এ ক্ষেত্রে আলাদা কোনো শর্ত নেই কোটার জন্য।
জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোটাভুক্ত শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা অর্জনের মাধ্যমে ভর্তির সুযোগ দেওয়া হবে। কোনো শর্ত এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।