রাবির ‘বি’ ইউনিটে বাণিজ্যে প্রথম আরফাতুল, অ-বাণিজ্যে প্রসেনজিৎ 

আরফাতুল ইসলাম ও প্রসেনজিৎ সেন
আরফাতুল ইসলাম ও প্রসেনজিৎ সেন  © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপে গড় পাসের হার ২০ দশমিক ৪৩ শতাংশ। 

প্রকাশিত ফলে বাণিজ্য গ্রুপ থেকে প্রথম হয়েছেন আরফাতুল ইসলাম। তিনি চট্টগ্রামের মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মোস্তাক আহমেদ। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৭৭ দশমিক ৫০। 

অন্যদিকে অ-বাণিজ্য গ্রুপ থেকে প্রথম হয়েছে প্রসেনজিৎ সেন। তিনি রংপুরের সরকারি কারমাইকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম অজিত কুমার সেন। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৬০ দশমিক ২৫।

প্রসঙ্গত, এ বছর ‘বি’ ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে বাণিজ্য গ্রুপের ১৭ হাজার ৬৮৪ জনের মধ্যে ৬ হাজার ২১৮ জন (৩৫ দশমিক ১৬ শতাংশ) এবং অ-বাণিজ্য গ্রুপে ১৭ হাজার ৪০৩ জনের মধ্যে ৯৫০ (৫ দশমিক ৪৬ শতাংশ) জন উত্তীর্ণ হয়। অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ৬১৮ ও মানবিক শাখায় ৩৩২ জন উত্তীর্ণ হয়েছে। বাণিজ্য ও অ-বাণিজ্য উভয় গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ২০ দশমিক ৪৩ শতাংশ। 

২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা ৫৫৯ (বাণিজ্য গ্রুপ ৩৬৭, অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ১৬৬ ও মানবিক শাখায় ২৬)।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence