পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় থাকছে চার স্তরের নিরাপত্তা

১১ এপ্রিল ২০২৫, ১২:০২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৫ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪ হাজার পরীক্ষার্থী। এ পরীক্ষা নির্বিঘ্ন করতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত নিরাপত্তা সভায় এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। সভাপতিত্ব করেন প্রক্টর অধ্যাপক আবুল বাশার। বক্তব্য দেন ভাষা ও যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা জাহান, নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়াসহ অন্যরা।

ভর্তি পরীক্ষা ঘিরে নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার্থীদের সুবিধার্থে পাঁচটি হেল্প ডেস্ক, ওয়াশরুম, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে।

উপাচার্য বলেন, পরীক্ষার দিন দুপুর ১২টার মধ্যেই ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হবে। আগের রাত থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবকরা যৌথভাবে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, ‘ভর্তি পরীক্ষা একটি বড় আয়োজন। এককভাবে এটি বাস্তবায়ন সম্ভব নয়। তাই আইনশৃঙ্খলা বাহিনী, বিএনসিসি, রোভার স্কাউটস এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল টিমের সমন্বয়ে আমরা কাজ করছি।’

ঢাকায় একই দিনে ‘মার্চ টু গাজা’ কর্মসূচির কারণে যানজটের শঙ্কা থাকায় পরীক্ষার্থীদের কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছাতে অনুরোধ করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে সকাল ৮টার পর থেকে প্রশাসনিক ও একাডেমিক ভবনের অভিমুখী সড়কে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও অটোরিকশার চলাচল নিষিদ্ধ থাকবে। শুধু পরীক্ষাসংক্রান্ত যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

আরো পড়ুন: বদলে গেলে ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম

জালিয়াতি রোধে নেয়া হয়েছে কঠোর পদক্ষেপ। প্রশ্নপত্র বিতরণে জিপিএস ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হবে, যাতে নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে প্রশ্ন সঠিকভাবে পৌঁছানো নিশ্চিত করা যায়। পরীক্ষার্থীদের প্রবেশের আগে সম্পূর্ণ দেহ তল্লাশি করা হবে এবং ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এবার কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ৩ হাজার ৮৬৩টি। এর মধ্যে পবিপ্রবিতে রয়েছে ৪২৩টি। আবেদন করেছেন ৯৪ হাজার ২০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৬ হাজার ৯৩২ এবং ছাত্রী ৪৭ হাজার ৮৮ জন। গড়ে প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করছেন প্রায় ২৫ জন। পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯টি কেন্দ্রে ও ১৩টি উপকেন্দ্রে। সম্ভাব্য ফল প্রকাশের তারিখ ১৫ এপ্রিল।

উল্লেখ্য, কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

ভাটারা থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ২১ জানুয়ারি ২০২৬
করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন: নিহত ২৮, নিখোঁজ ৮১
  • ২১ জানুয়ারি ২০২৬
২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
দুর্নীতির অভিযোগে যবিপ্রবির শিক্ষক ও প্রকৌশলী বরখাস্ত
  • ২১ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার, এলাকাজুড়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
৪ লক্ষাধিক মানুষের জন্য ৪ চিকিৎসক
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9