চবির ভর্তি পরীক্ষা: একই যাত্রী ছাউনিতে ছাত্রদল-শিবিরের সহায়তা কেন্দ্র
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১১:০৯ AM , আপডেট: ০১ মার্চ ২০২৫, ১১:০৯ AM

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে আজ শনিবার (১ মার্চ) শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবা দিতে সক্রিয় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। একই যাত্রী ছাউনিতে পাশাপাশি সহায়তা কেন্দ্র স্থাপন করে শিক্ষার্থীদের সহায়তা করতে দেখা গেছে দুই সংগঠনের নেতা-কর্মীদের।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করছেন। শনিবার (১ মার্চ) সকালে সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায় প্রশাসন অনুষদের সামনের যাত্রী ছাউনিতে ছাত্রদল ও শিবিরের শিক্ষার্থী সহায়তা কেন্দ্র বসানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, ‘আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য পানি ও কলম বিতরণ করছি। এ ছাড়া শিক্ষার্থীদের সহায়তায় আমিসহ নেতা-কর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন। আমাদের সাত থেকে আটটি সেবা কেন্দ্র রয়েছে।’
শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, ‘শিক্ষার্থীদের সহায়তার জন্য আমাদের চারটি তথ্য সহায়তা বুথ, দু’টি অভিভাবক প্যাভিলিয়ন, একটি মেডিসিন কর্ণার রয়েছে, যেখানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। এছাড়া পানি, প্রাথমিক ওষুধ, তথ্য সহায়তা প্রদান করছে প্রায় ১৮০ জন স্বেচ্ছাচ্ছাসেবক। সরাসরি উপস্থিত থেকে শিক্ষার্থীদের সহায়তা করছেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ ইব্রাহীম ও সেক্রেটারি মোহাম্মদ আলীসহ অন্য নেতারা।’
এবার চবির চার হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। আসনপ্রতি লড়বেন ৫৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। গত বছর আবেদন করেছিলেন ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন ভর্তিচ্ছু। এবার প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রের স্ব স্ব আসন নিশ্চিত করতে হবে। সাড়ে ১১টায় পরিদর্শকরা পরীক্ষা তথ্যাদি পরীক্ষা করবেন এবং দুপুর ১২টায় প্রশ্নপত্র সরবরাহ করা হবে।
আরো পড়ুন: ১৪ দাবিতে আন্দোলনে আইইউবিএটি শিক্ষার্থীরা
কোন ইউনিটে কতো আবেদন
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের এক হাজার ২১৫টি আসনের বিপরীতে আবেদন করেছে এক লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী। আসন প্রতি লড়বেন ৮৯ জন। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে এক হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭৩ হাজার ১৭১ জন, আসন প্রতি লড়বেন ৬১ জন।
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ৬৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২১ হাজার ৩৯৩, আসন প্রতি ৩৩ জন এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ৯৮৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬০ হাজার ৫২২ জন, আসনপ্রতি লড়বেন ৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এ ছাড়া বি-১ উপ-ইউনিটে আবেদন করেছেন এক হাজার ৯১১ জন। আর বি-২ উপ-ইউনিটে ৩ হাজার ৬৭০ জন এবং ডি-১ এর জন্য আবেদন করেছে ১ হাজার ৪৯১ জন।