বুয়েটের পর প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পর তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে বৈঠকে বসেন প্রকৌশল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। ওই সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা না হলেও বুয়েটের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে বুয়েটের ভর্তি পরীক্ষার পর প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছে ‘সেকেন্ড টাইম’ থাকছে না

এদিকে ওই সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার বিষয়ে মত দিয়েছেন উপাচার্যরা। উপাচার্যদের এই অভিমত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ বলেন, ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম সুযোগ এবং সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টি নিয়ে ইউজিসির পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল। এ বিষয়ে আমরা নিজেদের মতামত ব্যক্ত করেছি। পরবর্তীতে এটি একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন: ‘মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস অপরিবর্তিত থাকবে’

প্রসঙ্গত, সম্প্রতি সেকেন্ড টাইম ও সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষার ইস্যু নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মতামত জানতে চিঠি দেয় ইউজিসি। ইউজিসির ওই চিঠিতে সাড়া দিয়ে ইতোমধ্যে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ