সাত কলেজের বাণিজ্য ইউনিটের প্রশ্ন দেখুন এখানে
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ১১:১৮ AM , আপডেট: ০৫ নভেম্বর ২০২১, ১১:১৮ AM
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক ১ম বর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা। শুক্রবার (৫ নভেম্বর) সকাল দশটায় রাজধানী ঢাকার সাতটি কেন্দ্রে ২০২০-২১ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো.মোস্তাফিজুর রহমানের দেওয়া তথ্যমতে, এবারের সাত কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন পড়েছে ৯৫ হাজার ৬২২ টি। এরমধ্যে বিজ্ঞান ইউনিটে ৪১০৯৪ জন, বাণিজ্য ইউনিটে ২৩৭০০ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩০৮২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন৷
বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি। এরমধ্যে ঢাকা কলেজে মোট সংখ্যা ৬০০ টি, ইডেন মহিলা কলেজে আসন সংখ্যা -১০৫৫টি, সরকারি তিতুমীর কলেজে আসন সংখ্যা ১৪৬৫টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন সংখ্যা ৪০০টি, কবি নজরুল সরকারি কলেজে আসন সংখ্যা ৭০০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আসন সংখ্যা ১৩০ টি, সরকারি বাঙলা কলেজে আসন সংখ্যা ৯৬০টি।
সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।