ঢাবিতে যত আবেদন পড়ল

ঢাবি লোগো ও ভর্তি পরীক্ষার্থী
ঢাবি লোগো ও ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (১ মার্চ) বিকাল ৬টা পর্যন্ত প্রায় অর্ধ লাখের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন।

বুধবার বিকাল ৬টা ৫ মিনিটে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, এখন পর্যন্ত (৬টা) ঢাবিতে ভর্তির জন্য ৬৫ হাজার ৩৭০ জন আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এরপর রয়েছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ। 

এর আগে গতকাল সোমবার ঢাবিতে ভর্তির আবেদন শুরু হয়। বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনলাইন ভর্তি কার্যক্রম উদ্বোধন করা হয়। 

আবেদনকারীরা ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষার ১ ঘন্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজনেস স্টাডিজ ইউনিট এবং চারুকলা ইউনিটে মোট চারটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

কলা বিভাগে ১৩০টিসহ শিক্ষার্থীদের জন্য মোট ৫,৯৬৫টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞানে ১,৮৫১টি আসন, কলা, আইন ও সামাজিক বিজ্ঞানে ২,৯৩৪টি ও বিজনেস স্টাডিজে ১,০৫০টি এবং চারুকলায় ১৩০টি আসন রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence