প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ, জেনে নিন ক্ষমা করার ৫টি সুফল

১৭ অক্টোবর ২০২৫, ০৪:২১ PM
অনেকেই সম্পর্কের ভাঙন মেনে নিতে পারেন না

অনেকেই সম্পর্কের ভাঙন মেনে নিতে পারেন না © প্রতীকী ছবি

সবার জীবনেই কোনো না কোনো সময় প্রেম আসে, তবে অনেকেরই সম্পর্ক ভেঙে যায়। অনেকেই সম্পর্কের ভাঙন মন থেকে মেনে নিতে পারেন না। প্রাক্তনের প্রতি রাগ, ঘৃণা, অভিযোগ ইত্যাদি সবকিছু জমে থেকে যায় মনে। যার ফলে মনের ভেতর জন্ম নেয় অশান্তি ও অস্থিরতা। এ অশান্তি বছরের পর বছর মানুষকে তাড়া করে। অথচ ক্ষমাই হতে পারে মুক্তির পথ।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এই বিশেষ দিবসটি পালন শুরু হয়। উদ্দেশ্য একটাই ভাঙা সম্পর্কের কষ্ট ভুলে মানুষ যেন প্রাক্তনকে ক্ষমা করে, মানসিক শান্তি খুঁজে পায় এবং জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করে।

ক্ষমা মানে ভুলে যাওয়া নয়  বরং নিজের ভেতরের যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করা। যে প্রাক্তন একসময় ভালোবাসার মানুষ ছিলেন, তাকে ক্ষমা করার মধ্যেই লুকিয়ে আছে আত্মমুক্তি, মানসিক সুস্থতা এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি। প্রাক্তনকে যখনই আপনি মন থেকে ক্ষমা করে দেবেন, তখনই আপনি সত্যিকার অর্থে নতুন শক্তিতে জেগে উঠবেন। চলুন জেনে নেওয়া যাক, প্রাক্তনকে ক্ষমা করার ৫টি গুরুত্বপূর্ণ সুফল, যা হয়তো আপনার জীবনকেও বদলে দিতে পারে।

১. মানসিক প্রশান্তি ফিরে আসে

সম্পর্ক ভেঙে যাওয়ার পর যে তীব্র মানসিক চাপ, উদ্বেগ বা হাহাকার তৈরি হয়, তা ক্ষমার মাধ্যমে ধীরে ধীরে কমে আসে। মনোবিজ্ঞানীরা বলেন, ঘৃণা বা প্রতিহিংসার অনুভূতি মস্তিষ্কে ‘স্ট্রেস হরমোন’ কর্টিসলের মাত্রা বাড়ায়। এটি নিদ্রাহীনতা, উচ্চ রক্তচাপ এবং উদ্বেগের কারণ হয়। প্রাক্তনকে ক্ষমা করার মাধ্যমে এই মানসিক বিষ মুক্তি পায়। মনে শান্তি আসে, ভারমুক্ত লাগে।

একটি সম্পর্ক যতই কষ্টের হোক না কেন, তা আপনার জীবনের অংশ। ক্ষমা মানে সেই অধ্যায়টিকে সম্মান দিয়ে বন্ধ করা, যাতে আপনি নতুন করে হাসতে পারেন, নতুন করে স্বপ্ন দেখতে পারেন।

২. নিজের আত্মসম্মান ও শক্তি বাড়ে

অনেকেই মনে করেন, ক্ষমা মানে দুর্বলতা। কিন্তু আসলে ক্ষমাই সবচেয়ে বড় শক্তি। যখন আপনি প্রাক্তনকে ক্ষমা করবেন, তখন আপনি নিজেই যেন বলছেন, ‘আমি আমার আবেগের দাস নই, আমি আমার জীবনের নিয়ন্ত্রক।’ এটি আত্মসম্মান বাড়ায়, নিজের ওপর আস্থা ফিরিয়ে আনে।

প্রাক্তনকে ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া মানে অতীতের ভুল বা অন্যায়ের কাছে নত হওয়া নয়; বরং নিজের মানসিক পরিপক্বতা ও শক্তির প্রমাণ দেওয়া। আপনি যখন প্রাক্তনকে ক্ষমা করবেন, তখন আসলে নিজেকে বলছেন, ‘আমি এখন আগের চেয়ে ভালো, আমি শান্ত।’

৩. নতুন সম্পর্ক ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়

প্রাক্তনের প্রতি ক্ষোভ থাকলে নতুন কোনো সম্পর্কে নিজেকে পুরোপুরি দিতে পারা কঠিন। মনের ভেতর জমে থাকা তিক্ততা, ভয় বা সন্দেহ নতুন সম্পর্ককেও প্রভাবিত করে। ক্ষমা করলে এই বোঝা হালকা হয়। তখন ভালোবাসাকে আবার ইতিবাচকভাবে দেখতে পারা যায়।

এমনকি যারা নতুন সম্পর্কে যেতে চান না, তারাও জীবনের প্রতি এক নতুন দৃষ্টিতে তাকাতে শেখেন। ভালোবাসা আর ঘৃণার সীমা ছাড়িয়ে নিজের মানসিক বিকাশের দিকে মনোনিবেশ করেন। প্রাক্তনকে ক্ষমা করা মানে নিজের জীবনে নতুন আলো প্রবেশের সুযোগ তৈরি করা।

৪. শারীরিক স্বাস্থ্যের উন্নতি হয়

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন ধরে রাগ বা ক্ষোভ পুষে রাখা শারীরিকভাবে ক্ষতিকর। এতে রক্তচাপ বেড়ে যায়, অনিদ্রা দেখা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। অন্যদিকে, ক্ষমা করার অভ্যাস শরীরে ইতিবাচক প্রভাব ফেলে। কর্টিসল ও অ্যাড্রেনালিন হরমোনের মাত্রা কমে, হৃদযন্ত্রের কার্যক্ষমতা ভালো হয়, ঘুমও গভীর হয়।

অর্থাৎ, ক্ষমা করা শুধু মানসিক নয়, শারীরিক স্বাস্থ্যের জন্যও ওষুধের মতো কাজ করে। তাই প্রাক্তনকে ক্ষমা করা মানে নিজের শরীর ও মনকে সুস্থ রাখা।

৫. অতীতকে সম্মান দিয়ে ভবিষ্যতের পথে হাঁটা যায়

ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, বরং শেখা। একটি সম্পর্ক ভেঙে গেলে সেটা আপনাকে কষ্ট দেয়, কিন্তু একই সঙ্গে শেখায়ও, কীভাবে ভালোবাসতে হয়, কোথায় সীমা টানতে হয়, কীভাবে নিজের মর্যাদা রক্ষা করতে হয়। প্রাক্তনকে ক্ষমা করা মানে সেই অভিজ্ঞতাকে গ্রহণ করা এবং অতীতকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যাওয়া। এভাবে আপনি শুধু একজন প্রাক্তনকে নয়, বরং নিজের পুরোনো ‘আমি’-কেও ক্ষমা করবেন, যে একসময় ভুল করেছিল, কেঁদেছিল, কিন্তু আজ নতুন করে বাঁচতে শিখছে।

সর্বোপরি, ক্ষমা করা সহজ নয়, বিশেষ করে যখন ভালোবাসা ভেঙে যায়। কিন্তু মনে রাখবেন, ক্ষমা করা মানে অতীতের অন্যায়ের অনুমোদন দেওয়া নয়, বরং নিজের সুখের দায়িত্ব নেওয়া। আপনি প্রাক্তনকে ক্ষমা করলে নিজের মনের দরজা খুলে যায় আলো ও প্রশান্তির জন্য।

আজ ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’। হয়তো এটাই সেই সময়, যখন আপনি নিজের হৃদয়ের ভার নামিয়ে রেখে বলতে পারেন ‘তুমি যেমনই ছিলে, আমি তোমাকে ক্ষমা করলাম। কারণ আমার শান্তিই আমার সবচেয়ে বড় প্রতিশোধ।’

এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
আলোচনা করতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
  • ১৫ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল এনসিপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
যেসব আসনে প্রার্থী দিল জামায়াত
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে ইসলামী আন্দোলনের জন্য কয়টি আসন থাক…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন …
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9