সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী মাধ্যম নাটক: ঢাবি ভিসি

০৪ জুলাই ২০২২, ০৬:২৫ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © টিডিসি ফটো

নাটককে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী মাধ্যম বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রবিবার (০৩ জুলাই) বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের উদ্যোগে আয়োজিত ৪র্থ নাট্যোৎসবে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে তিন দিনব্যাপী এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাট্যদলের পরিবেশনায় ৮টি নাটক মঞ্চস্থ হবে।

ঢাবি উপাচার্য বলেন, সাম্প্রদায়িকতা, অমানবিকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদের জন্য নাটক একটি শক্তিশালী মাধ্যম।

আরও পড়ুন: নয়টি নাটক নিয়ে ঢাবি কেন্দ্রীয় নাট্যোৎসব শুরু

তিনি বলেন, সামাজিক ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানুষ সৃষ্টিশীল চিন্তার উদ্ভাবন ঘটাতে পারে। নাটকের মাধ্যমে অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল সমাজ বিনির্মাণে কাজ করার জন্য উপাচার্য নাট্য সংসদের সদস্যদের প্রতি আহ্বান জানান।

নাট্য সংসদের সভাপতি দিগার মো. কৌশিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নাট্য সংসদের মডারেটর ড. আহমেদুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক ড. রেবেকা সুলতানা রীভা, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ছাত্র প্রতিনিধি মো. সাদ্দাম হোসেন এবং নাট্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সানোয়ারুল হক সনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নাট্য সংসদের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান হোসেন সুমন অনুষ্ঠান সঞ্চালন করেন।

আজ ঘটনাবহুল সেই ওয়ান-ইলেভেন, ১৯ বছর আগে এই দিনে কী ঘটেছিল
  • ১১ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলায় শিশুসহ নিহত ছয়
  • ১১ জানুয়ারি ২০২৬
ইরানে যতবার বিক্ষোভ হয়, ততবারই তাদের নিরাপত্তা ও গোয়েন্দা শ…
  • ১১ জানুয়ারি ২০২৬
২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে বেড়েছে ছুটি, দেখুন তালিকা
  • ১১ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের কারাগারে মাদুরো কেমন আছেন, জানালেন ছেলে
  • ১১ জানুয়ারি ২০২৬
প্রক্সি নয়, বিইউপিতে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে গিয়েছিলাম—দা…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9