নয়টি নাটক নিয়ে ঢাবি কেন্দ্রীয় নাট্যোৎসব শুরু

২০ মার্চ ২০২২, ১১:২৫ PM
'১৫তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২১'

'১৫তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২১' © সংগৃহীত

করোনা মহামারির কবলে স্থগিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের '১৫তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২১' অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিভাগ পূর্বের ন্যয় এবারও আনন্দমুখর পরিবেশে ২১ মার্চ থেকে ১লা এপ্রিল পর্যন্ত ১২ দিন ব্যাপি বর্ণাঢ্য আয়োজনে 'ঢাকা বিশ্ববিদ্যালয় - ১৫তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২১' অনুষ্ঠিত হবে।

১২ দিন ব্যাপী এই উৎসবে, প্রতিসন্ধ্যা ৭:০০টায় বিভাগের নাটমণ্ডল মিলনায়তনে বিভাগের শিক্ষকদের ২টি ও স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের ৭টিসহ মোট ৯ টি নাটক প্রদর্শীত হবে।

আরও পড়ুন: প্যাটার্ন জটিলতায় যোগদান করতে না পারা শিক্ষকদের তথ্য সংগ্রহ হচ্ছে

২১ মার্চ সন্ধ্যা ৭টায় বিভাগের নাটমণ্ডল মিলনায়তনে নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বধোনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি।

বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান লিয়নের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

১২ দিন ব্যাপী এই উৎসবে, ২১ হতে ২৬ মার্চ মঞ্চায়ন হবে স্যামুয়েল বেকেট রচিত এবং বিভাগীয় অধ্যাপক ড. ইসরাফিল শাহীন- এর নির্দেশনায় নাটক 'ওয়েটিং ফর গডো'।

২৭ হতে ২৯ মার্চ সন্ধ্যা ৭ টা থেকে মঞ্চস্থ হবে স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় ৭টি নাটক।

২৭ মার্চ, দেবাশীষ কুমার দে প্রশান্তের নির্দেশনায় শংকর কুমার বিশ্বাস রচিত নাটক 'খারিজ' এবং শহীদুল জহিরের গল্প অবলম্বনে, মো. আশরাফুল ইসলামের নাট্যরূপ ও নির্দেশনায় মঞ্চে উঠবে নাটক 'কোথায় পাব তারে'।

২৮ মার্চ, অপূর্ব চক্রবর্তী নির্দেশনায় নাট্যকার এলদাদ কোহেন রচিত নাটক 'রেপার্টার থিয়েটার এ প্লে' এবং ওয়াজেদ শাহরিয়ার হাশমীর নির্দেশনায় অ্যাথল যুগার্ডের নাটক 'দ্য শ্যাডো অব হামিংবার্ড'।

আরও পড়ুন: বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন ক্যামিলা ক্যাবেলো

২৯ মার্চ সন্ধ্যা ৭ টা থেকে মঞ্চস্থ হবে তিনটি নাটক। নাদিরা আনজুম মিমি'র নির্দেশনায় টেনেসি উইলিয়ামসের 'দ্য টু ক্যারেক্টার প্লে'; তাসলিমা হোসেন নদী'র রচনা ও নির্দেশনায় নাটক 'শেষ গোধূলীর ঘুম'; ইন্দ্রাণী দাশ নিশি'র নির্দেশনায় শাঁওলি মিত্রের নাটক 'নাথবতী অনাথবৎ' নাটক মঞ্চস্থ হবে।

৩০ মার্চ হতে ১ লা এপ্রিল, বিভাগীয় সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান নির্দেশিত ঐতিহ্যবাহী যাত্রাপালা রীতির নিরীক্ষামূলক উপস্থাপনা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক 'বিসর্জন' মঞ্চস্থ হবে।

পাশাপাশি, দেশের মঞ্চ নাটকে অবদানের জন্য বিভাগ কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবে বিশেষ সম্মাননা প্রদান করে থাকে। এবারের উৎসবে বিভাগ প্রখ্যাত অভিনেতা, নির্দেশক ও সাংস্কৃতিক উদ্যোক্তা রামেন্দু মজুমদার-কে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। উদ্বোধনী দিনে প্রখ্যাত এই অভিনেতার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হবে।বিগত বছরগুলোতে ফেরদৌসী মজুমদার, আলী যাকের ও আতাউর রহমান বিশেষ সম্মাননায় ভূষিত হন।

নাট্যোৎসবের বিষয়ে বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান লিয়ন বলেন, ১২ দিনব্যাপী নাট্যোৎসবের বিচিত্র আয়োজনের মধ্য দিয়ে এই বিভাগের জ্ঞানমুখী শিল্পচর্চা স্থানীয় ও বিশ্বজনীন জ্ঞান-প্রবাহে অভিষিক্ত হবে। এই নাট্যোৎসব এমন একটি সৃজনশীল কর্মে উদ্দীপ্ত হয়েছে যেখান থেকে ইতিবাচক ও উৎকর্ষময় মাত্রা পেতে পারে আমাদের শিল্পচেতনা।

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি সংলগ্ন মেসে অপ্রীতিকর অবস্থায় দুই সমকামী শিক্ষার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২০ জানুয়ারি ২০২৬
চিরকুট লিখে ২৩ দিনের শিশুকে হাসপাতালে রেখে পালালেন মা, অতঃপ…
  • ২০ জানুয়ারি ২০২৬
জাইমা রহমান: চমকপ্রদ সূচনার মতোই বহমান হোক আগামীর পথচলা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9